ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল ॥ ঢাবি উপাচার্য

প্রকাশিত: ২১:৩৬, ১৪ মে ২০২২

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল ॥ ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ষষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্ভিদবিজ্ঞান এ্যালামনাইয়ের সভাপতি ড. মোঃ আতহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এবং এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মেহের আফরোজ চুমকি, ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবুল বাশার। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গর্বিত শিক্ষার্থী ছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন গর্বিত শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর দক্ষ, দূরদর্শী ও সফল নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই অর্থনীতির পেছনে উদ্ভিদ বিজ্ঞানী ও কৃষিবিদদের অনন্য ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কাজ করতে হবে। বৃত্তি প্রদানসহ নানাবিধ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে এগিয়ে আসার জন্য উপাচার্য এ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
×