ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুইটার কেনার চুক্তি আপাতত স্থগিত ॥ ইলন মাস্ক

প্রকাশিত: ২১:০৭, ১৩ মে ২০২২

টুইটার কেনার চুক্তি আপাতত স্থগিত ॥ ইলন মাস্ক

অনলাইন ডেস্ক ॥ ৪৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি আপাতত স্থগিত ঘোষণা করেছেন ইলন মাস্ক। এই মাইক্রোব্লগিং সাইটের স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্ট নিয়ে সর্বশেষ তথ্যের নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য অপেক্ষা করার কথা বলেছেন তিনি। শুক্রবার এক টুইটে টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক লিখেছেন: “টুইটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।” রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে টুইটারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি তারা। শেয়ার বাজারে টুইটারের দাম পড়ে গেছে ২০ শতাংশ। মে মাসের শুরুতেই টুইটার জানিয়েছিল, এ বছরের প্রথম তিন মাসে তাদের প্ল্যাটফর্মে আর্থিক মূল্যায়নের উপযোগী প্রতিদিনকার নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট পাঁচ শতাংশেরও কম।
×