ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একাই ৪ গোল ব্রুইনের, শিরোপার কাছে সিটি

প্রকাশিত: ০০:১২, ১৩ মে ২০২২

একাই ৪ গোল ব্রুইনের, শিরোপার কাছে সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ একাই চার গোল করেছেন কেভিন ডি ব্রুইনে। বেলজিয়াম তারকা মিডফিল্ডারের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের ৩৬ নম্বর ম্যাচে স্বাগতিক ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সফরকারী ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বিশাল এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে পেপ গার্ডিওলার দল। ৩৬টি করে ম্যাচ শেষে সর্বোচ্চ ৮৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ওঠা লিভারপুল। এই দুদলের যে কেউ এবারের লীগের ট্রফি জিততে চলেছে। একতরফা ম্যাচের সপ্তম মিনিটে বার্নান্ডো সিলভার পাস থেকে ডি ব্রুইনে নিজের ও সিটির প্রথম গোল করেন। ১১ মিনেটে লিন্ডার ডেনডোনকারের গোলে ওলভারহ্যাম্পটন সমতা ফেরালে ম্যাচ জমে ওঠার ইঙ্গিত মেলে। কিন্তু বেলজিক তারকা ব্রুইনে সেটা হতে দেননি। এরপর মুড়িমুড়কির মতো গোল করে দলকে নিয়ে গেছেন শিরোপার কাছে। ১৬ ও ২৪ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ডি ব্রুইনে। এরপর ৬০ মিনিটে নিজের ও দলের চতুর্থ গোল করেন তিনি। ৮৪ মিনিটে সিটির হয়ে পঞ্চম গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং। লীগে সিটির চতুর্থ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে চার গোল করার কৃতিত্ব দেখিয়েছেন ডি ব্রুইনে। চার গোল করা অন্য তিনজন হলেন সার্জিও এ্যাগুয়েরো। আর্জেন্টিনার এই তারকা তিনবার এই কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া এক ম্যাচে চার গোল করেছেন এডিন জেকো ও গ্যাব্রিয়েল জেসুস। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল করেছেন ডি ব্রুইনে। এর মধ্যে লীগে ২৮ ম্যাচে ১৫ গোল করেন ৩০ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। ম্যাচ শেষে সঙ্গতকারণেই ডি ব্রুইনের প্রশংসায় পঞ্চমুখ বনে যান সিটি কোচ পেপ গার্ডিওলা। তিনি বলেন, অপ্রতিরোধ্য, দুর্দান্ত, অসাধারণ, নিখুঁত। ডি ব্রুইনের সঙ্গে এই বিশেষণের সবই বিদ্যমান। সে গোল করতে ভালবাসে। আর এবারের মৌসুমে সে বারবার তা করে দেখিয়েছে। গার্ডিওলা আরও বলেন, গত দুই বা তিন মাসে সে যেভাবে খেলছে। বিশেষ করে প্রিমিয়ার লীগে তা সত্যিই অসাধারণ।
×