ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ হকি দল

প্রকাশিত: ০০:১১, ১৩ মে ২০২২

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগের টানা দুই জয়ে এশিয়ান গেমসের মূলপর্ব নিশ্চিতের পাশাপাশি বাছাই টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করে ফেলেছিল লাল-সবুজের বাংলাদেশ। বাকি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করাটা। বৃহস্পতিবার টানা তিন জয়ে সেটাও করে ফেলেছে তারা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। এশিয়ান গেমসের বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়সূচক একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ রাকিবুল। গত মার্চে এএইচএফ কাপে এই সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল জিমি-আশরাফুলরা। কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচ জিততে ঘাম ঝরাতে হয়েছে হয়েছে। ম্যাচের ১৯ মিনিটে একমাত্র গোলটি করেন রাকিবুল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ছিল কমপক্ষে ড্র। এমনকি কম ব্যবধানে হারলেও সমস্যা ছিল না। তবে এত সমীকরণের পথে না হেঁটে জয়ই কুড়িয়ে নেয় বাংলাদেশ। বিশ্ব র?্যাংকিংয়ে সিঙ্গাপুর থেকে বেশ এগিয়ে থাকার (বাংলাদেশ ৩১, সিঙ্গাপুর ৫৪) পাশাপাশি শক্তি-সামর্থ্যেও এগিয়েছিল বাংলাদেশ। তবুও এক গোলের বেশি ব্যবধানে জিততে পারেনি। আগামী ১৪ মে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের সঙ্গে লড়বে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ হংকং বা থাইল্যান্ড। ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে গোল করেন রাকিবুল। ১-০ গোলের লিড নিয়ে মধ্য বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে কোন গোল হয়নি। শেষ কোয়ার্টারে সিঙ্গাপুর সমতা আনার এবং বাংলাদেশ ব্যবধান দ্বিগুণের চেষ্টা করে। কিন্তু কোন দলই আর গোল করতে পারেনি। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে খেলা ও এই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, হংক, থাইল্যান্ড, উজবেকিস্তান ও কাজাখস্তান।
×