ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় পরিবহন মালিক শ্রমিকদের সড়ক অবরোধে যানজট

প্রকাশিত: ২১:৩৮, ১৩ মে ২০২২

বগুড়ায় পরিবহন মালিক শ্রমিকদের সড়ক অবরোধে যানজট

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বেশি ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা নিয়ে বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সড়কের সামনে মালিক-শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে শহরজুড়ে যানজট সৃষ্টি হয় এবং লোকজন দুর্ভোগে পড়েন। পুলিশ প্রশাসনের আশ^াসে প্রায় পৌনে ১ ঘণ্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। এ ঘটনায় পরিবহন মালিক সমিতির নেতা ও শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করে আল্টিমেটাম দিয়েছেন। তবে শ্রমিক নেতৃবৃন্দ জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকাগামী বাসের যাত্রীদের কাছ থেকে কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী ঠনঠনিয়া বাসস্ট্যান্ডের কাউন্টারে অভিযান চালান। এ সময় ভাড়ার তালিকা না প্রদর্শন ও অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য শ্যামলী কাউন্টার থেকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শাহ ফতেহ আলী কাউন্টারে একই কারণে জরিমানা ও এর ম্যানেজারকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয় বলে পরিবহন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও পরিবহন মালিক সমিতির নেতা জানিয়েছেন। মালিক ও শ্রমিকরা জানিয়েছে, ঈদের পর শুধু ঢাকামুখী বাসের যাত্রী থাকার কারণে বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়শেন ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সিদ্ধান্তে ৪-১২ মে পর্যন্ত নন-এসি বাসে সাড়ে ৪শ’র স্থলে সাড়ে ৫শ টাকা এবং এসি বাসের ক্ষেত্রেও একই হারে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। সে অনুযায়ী বর্ধিত ভাড়া নেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় বাসস্ট্যান্ডে হট্টগোল বাঁধে। এ সময় বাসস্ট্যান্ডের সামনে সড়ক অবরোধ করা হয়। পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ দাবি করেছেন, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক কবির আহম্মেদ মিঠু ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে মালিক ও শ্রমিকদের শান্ত করলে অবরোধ প্রত্যাহার হয়। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক জানান, নির্ধারিত টাকার বাইরে অন্যায়ভাবে ভাড়া আদায় করা হলে ন্যায় সঙ্গতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
×