ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাফফার মাহমুদ

কবিতাভাসা সন্ধ্যানদী

প্রকাশিত: ২১:২১, ১৩ মে ২০২২

কবিতাভাসা সন্ধ্যানদী

গত ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল স্বরূপকাঠির সমকালীন সাহিত্যজন সমন্বয়ে ‘ সন্ধ্যানদী কবিতাভাসা : সমকালীন সাহিত্যপাঠ ও সুহৃদসম্মিলন ‘। অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকাল ৪টায় হলেও তাপমাত্রা পারদরেখার ৩৭ ডিগ্রী সেলসিয়াস। তাই নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে ইন্দেরহাট বন্দর লঞ্চঘাট থেকে ‘ দুরন্ত ‘ ট্রলার যোগে আমাদের নদীযাত্রা শুরু। ভাটার টানের তুমুল স্রোত, বাতাসের তীব্রতায় থৈথৈ জলে শরীরে নাচন ধরে স্রোতবতী নদীর সন্ধ্যার ঢেউয়ে। আমাদের সঙ্গে থাকা সংস্কৃতিজন কমরেড হুমায়ূন কবির ভাই ঢেউধারার ভয়ে আঁতকে ওঠেন; কেউ কেউ হেসে ওঠেন সমস্বরে একেবারে। কত গল্প, আড্ডাপ্রহর, গানের রেশ চলছে বেশ হাওয়ার তালে, দলে দলে। বহতা নদী সন্ধ্যার কোল বানারিপাড়া, এখানেই আজন্ম স্বর্গসুধার প্রিয় কবি শঙ্খ ঘোষ আর কবি শ্যামল গঙ্গোপাধ্যায়, বাংলা কবিতার বিস্ময় অধ্যায়। অনুষ্ঠানের অনলাইন ভিডিও লাইভ ধারণ করে চলছেন কবি-প্রাবন্ধিক ড. মিজান রহমান। নদীমাতৃক মানুষের আখ্যানচিত্র তুলে ধরেন সাক্ষাতকারচিত্রে আমাদের শ্রদ্ধাভাজন সংস্কৃতিজন বানারিপাড়ার সাংস্কৃতিক সংগঠন ‘ নতুনমুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ‘ কর্ণধার মোয়াজ্জেম হোসেন মানিক ভাই। একে একে ধারণ করেন নদীমুখো জলছবি। কত কবি। আমাদের শব্দ জাদুকর কবি মাসুম আহমেদ রানা, কবিতায় তুলে আনেন লঞ্চডুবি ঝালকাঠির ইতিহাসচিত্র। ক্ষণিক আড্ডা। জলের ঘরাঘরি হাত ধরি। ‘ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে ‘ বাংলা গানের কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত এ গানটি মনের সুরেই আপন মনে গেয়ে চলেন আমাদের আরেক সংস্কৃতিজন, বিশিষ্ট সংগঠক, কবি কমরেড হুমায়ূন কবির ভাই। গানের রেশ না কাটতেই তার প্রজ্ঞায় উঠে আসে সমকালীন আধুনিক কবিতার ধ্বনিচিত্র, মাত্রাবৃত্ত কবিতাছন্দ; অলুক দ্বন্দ্ব। কবিতা পড়েন ‘শুয়ে পড়েছে কোলাহলের কবি শেখ নূরুল আমীন’ ক্যানভাসে এঁকেছি জীবনের ফসিল’ কবিতা। স্বরূপকাঠির বাস্তুজাদুর জুয়েল ড. বিশ্বজিৎ ঘোষ, জাদুশিল্পী জুয়েল আইচ কত চিত্র জাদুবিদ্যা, পুঁথিমালা, উঠে আসে নদীভাষা সন্ধ্যানদী নিরবধি। কবিতা পড়েন আয়োজিত অনুষ্ঠানের রূপক কর্মধারয় এবারের একুশে বইমেলায় প্রকাশিত যুগল কবিতাবই ‘আ ল্যাম্পপোস্ট, বিদ্যাসাগর মশাই’ ; ‘ইউক্যালিপটাস শাখে নাগরিক কাক’ খ্যাত কবি গাফফার মাহমুদ। তার প্রকাশিত ‘রাষ্ট্রযন্ত্র ধুয়ে ফেলি, আসুন বন্ধুগণ’ কবিতাটি পড়ে শোনান। সমকালীন প্রবন্ধলিপি উঠে আসে তুমুল করতালিতে সাংবাদিক, সংগঠক ধীরেণ হালদারের কণ্ঠে বিশ্বরাজনীতির চলমান স্রোতধারা। বিকেল গড়িয়ে দিগন্ত রেখায় সন্ধ্যার আহ্বান। পাখিকুল ছুটছে আপন নিবাস বৃক্ষশাখায় গাছের ডালে হাওয়ায় দুলে। ‘ প্রদীপের চা খাবেন, মিয়ারহাটে আসেন’ সানুপুঙ্খ কবিতা আবৃত্তি করেন নটর ডেম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, লিটল ম্যাগাজিন ‘কর্ষণ’ সম্পাদক ড. মিজান রহমান। আমাদের সঙ্গে থাকা রাজনীতির মানসকবি মোঃ আলাউদ্দিন আমাদের শোনান স্বরূপকাঠির চলমান রাজনীতির পটপরিবর্তন, পরিবর্ধন ইতিহাস। সমকালীন বাংলা কবিতায় কবি আসাদ চৌধুরী, মিলু শামস, নাসির আহমেদ, মোশতাক আল মেহেদী, শামীম রেজা, হেনরী স্বপন, নাহিদা আশরাফী কবিতাকথা, সাহিত্যমালা উঠে আসে আলেখ্য নদীচিত্রে। পশ্চিম দিগন্ত রেখার রক্তিম আভা মিলিয়ে যাচ্ছে আলো-আঁধারিতে দূর মসজিদে সন্ধ্যার আজান... আমাদের যাত্রা যতিচ্ছেদ। লঞ্চঘাটে এসে ফজিলা রহমান মহিলা কলেজগেট সন্নিকটের কেন্টিনে ইফতার আয়োজন। পেটপুরে খেলাম আমরা সবাই। ইচ্ছে থাকায় না আসতে পারা সৃজন প্রয়াসী সুহৃদজন কেউ কেউ আক্ষেপ করেন কষ্টের বেদন ইনবক্স আলাপনে। বন্ধুতা, খোশগল্প, যত্রতত্র-কবিতাছত্র, মিলেমিশে টইট¤ু^র, জলঘুঙুর এভাবেই মিলিত হতে চাই আবারও ও বন্ধুসখা।
×