ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেকুয়ায় ইভটিজারের হামলায় আহত ছাত্রীর মা বড়বোন, গ্রেফতার ১

প্রকাশিত: ১২:৫৩, ১২ মে ২০২২

পেকুয়ায় ইভটিজারের হামলায় আহত ছাত্রীর মা বড়বোন, গ্রেফতার ১

সংবাদদাতা, চকরিয়া, কক্সবাজার ॥ পেকুয়ায় কিশোর গ্যাং লিডারের ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলায় আহত হয়েছে ছাত্রীর মা ও অন্ত:সত্ত্বা বড়বোন। বুধবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। স্থানীয় লোকজন আহত প্রবাসী জয়নাল আবেদীনের স্ত্রী জীবন আরা বেগম (৫৫) ও মোহাম্মদ সেকান্দরের স্ত্রী ৭ মাসের অন্ত:সত্ত্বা মরিয়ম বেগমকে (২২) উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অভিযোগে প্রকাশ, পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে প্রতিনিয়ত উত্ত্যক্ত করে আসছিল ওই বখাটে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া ও ছাত্রীর মা প্রতিবাদ করায় ফোরকান অন্য সঙ্গীদের নিয়ে এ মারধরের ঘটনা ঘটায়। রাতে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কিশোর গ্যাং লিডার বখাটে ফোরকানকে আটক করেছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জানান, ফোরকানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সে কিশোর গ্যাং লিডার। খারাপ প্রকৃতির লোক। পেকুয়া থানা পুলিশের এস আই আবদুল হক ও শাহ আলমের নেতৃত্বে লম্পট ফোরকানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছোরা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে । লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
×