ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিকল্প স্থানে হাসপাতাল নির্মাণের প্রস্তাব

অবশেষে জনতার জয় ॥ রক্ষা পাচ্ছে সিআরবি

প্রকাশিত: ২৩:৩৬, ১২ মে ২০২২

অবশেষে জনতার জয় ॥ রক্ষা পাচ্ছে সিআরবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলায় রেলের সূচনাযুগের সদর দফতর চট্টগ্রামের সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং)। দেড়শ’ বছরের পুরনো সিআরবি এলাকার নান্দনিক সৌন্দর্য্যে প্রাণ জুড়ায় নগরবাসী ও পর্যটকদের, যা হেরিটেজ জোন হিসেবে তালিকাভুক্ত। কিন্তু সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় বেসরকারী হাসপাতাল নির্মাণে ইউনাইটেড গ্রুপের সঙ্গে চুক্তি করে রেলওয়ে। এই স্থাপনা নির্মাণ প্রতিরোধে গত বছরের মাঝামাঝি থেকে প্রায় ১০ মাস টানা আন্দোলন চলে আসছে। অবশেষে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি হাসপাতাল নির্মাণে বিকল্প স্থানের প্রস্তাব তোলায় আশার আলো দেখছেন আন্দোলনকারীরা। সংসদীয় কমিটি সিআরবির বাইরে বিকল্প স্থান হিসেবে কুমিরার নাম প্রস্তাব করে। এমন আলোচনায় আশাবাদী আন্দোলনকারীরা। তবে চুক্তিটি পিপিপির আওতায় হওয়ায় বিকল্প এই প্রস্তাব শেষ পর্যন্ত গ্রহণ করা সম্ভব হবে কিনা তা নিয়েও আলোচনা রয়েছে। পূর্বাঞ্চলীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, কুমিরার বক্ষব্যাধি হাসপাতালটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। সেটি ১৯৯৩ সালের পর থেকে সর্ম্পূণরূপে বন্ধ। ফলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পুরো ১৩ একরের জায়গাটি রেলওয়ে হাসপাতালের। হাসপাতালের জন্য সিআরবি এলাকার বিকল্প হিসেবে সেটির নাম প্রস্তাব করা হয়। যদিও এর আগে নাগরিক সমাজ চট্টগ্রামের পক্ষ থেকেও সিআরবি থেকে সরিয়ে রেলওয়ের অন্য কোন জমিতে হাসপাতাল নির্মাণে স্থান নির্ধারণ করার দাবি জানানো হয়। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে প্রকল্প এলাকার জমি হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে বুঝিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হলে মাঠে নামে নাগরিক সমাজ চট্টগ্রামের ব্যানারে প্রতিবাদে নামে আন্দোলকারীরা। এদিকে সর্বশেষ গত মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা হয়। সেখানে আলোচনায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের বিকল্প স্থান নিয়ে আলোচনা তোলেন। তিনিও বিকল্প স্থান হিসেবে কুমিরায় রেলের জমিতে হাসপাতাল করার প্রস্তাব দেন। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরীর কাছে বিকল্প স্থান বিষয়ে জানতে চাইলে তিনি জনকণ্ঠকে জানান, কুমিরায় রেলওয়ের জমিতে হাসপাতাল নির্মাণের জন্য বিকল্প প্রস্তাবনা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহোদয়। তিনি সভায় জানিয়েছেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণে চট্টগ্রামবাসীর আপত্তি আছে। রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের আপত্তি রয়েছে। সেক্ষেত্রে কুমিরায় রেলওয়ের জায়গাটা বিকল্প হতে পারে। এই কর্মকর্তা আরও জানান, এটি কোন চূড়ান্ত বিষয় না। প্রাথমিক আলোচনায় বিষয়টি তোলা হয়েছে। কুমিরায় রেলের ১৩ একর জায়গায় হাসপাতাল নির্মাণের জন্য বিকল্প প্রস্তাবনা দিয়েছেন সংসদীয় কমিটির সভাপতি। প্রসঙ্গত, এই নান্দনিক সিআরবি পাহাড়ে প্রক্রিয়াধীন বেসরকারী হাসপাতাল নির্মাণ প্রতিহতের দাবিতে মাঠে নামে দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শ্রেণী পেশার মানুষ। তাদের একটাই দাবি, চট্টগ্রাম মহানগরীর ফুসফুস সিআরবিতে কোন ক্ষতচিহ্ন মেনে নেয়া হবে না। ধ্বংস করা যাবে না প্রাকৃতিক সৌন্দর্য্য ও সেখানে সৃষ্টি হওয়া সাংস্কৃতিক বলয়। সিআরবি রক্ষার এই আন্দোলনে নাগরিক সমাজ চট্টগ্রাম নামে গঠিত কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। এই কমিটিতে আছেন কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান এবং সদস্য সচিব নগর আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলসহ চট্টগ্রামের আওয়ামী লীগ, সিপিবি, বাসদ, ছাত্রলীগ, যুবলীগ এবং প্রগতিশীল আন্দোলনের নেতা এবং সাংস্কৃতিক কর্মীরা। তারা দীর্ঘদিন যাবত এই আন্দোলন করছেন।
×