ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে সাকিবকে না পাওয়া দুর্ভাগ্যের ॥ পাপন

প্রকাশিত: ২১:২৪, ১২ মে ২০২২

প্রয়োজনে সাকিবকে না পাওয়া দুর্ভাগ্যের ॥ পাপন

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ সময় টেস্ট খেলেননি সাকিব আল হাসান। নানাবিধ সমস্যার কারণে এই বাঁহাতিকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশ দলকে। এবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে বাংলাদেশ ৬ টেস্টের ৫টিতেই হেরেছে। একটিমাত্র ম্যাচ খেলেছেন সাকিব। ঘরের মাঠে এখন শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্টের সিরিজে জয় তুলে নেয়ার মোক্ষম সুযোগ দেখছে বাংলাদেশ দল। সাকিবও খেলার জন্য এবার প্রস্তুত ছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ফিরে করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে যেতে হয়েছে তাকে। তাই সিরিজের প্রথম টেস্টেই তাকে পাবে না বাংলাদেশ। এটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দুর্ভাগ্যজনক বলছেন। তিনি বুধবার জানিয়েছেন, প্রয়োজনের সময় সাকিবকে না পাওয়াটা কপাল খারাপ বাংলাদেশ দলের জন্য। মঙ্গলবার ভোর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। এখান থেকেই তার চট্টগ্রামে গিয়ে দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার কথা। কিন্তু দুই দফা করোনা টেস্টে পজিটিভ হওয়ার পর তাকে আইসোলেশনে পাঠাতে বাধ্য হয়েছে বিসিবির চিকিৎসকরা।
×