ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অশনির প্রভাব ॥ টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলের মাঠ

প্রকাশিত: ২১:১৮, ১২ মে ২০২২

অশনির প্রভাব ॥ টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলের মাঠ

জনকণ্ঠ ডেস্ক ॥ ঘূর্ণিঝড় অশনির প্রভাবে তিন দিনের বৃষ্টিতে উপকূলীয় এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে ফসল। তার ওপর মিলছে না শ্রমিক। এতে বিপাকে পড়েছেন কৃষক। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঝালকাঠি ॥ ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝালকাঠিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা কখনও ভারি বৃষ্টিপাতে মানুষ রাস্তায় নামতে পারছে না। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, গুমোট আবহাওয়া বিরাজ করছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষ ঝড়ো আবহাওয়ায় উদ্বিগ্ন। বৃষ্টির কারণে ফসলের খেত পানিতে তলিয়ে আছে। এতে তরমুজ, মুগ, মরিচসহ ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, পানি কমে গেলে ফসলের ক্ষতির সম্ভাবনা কমে যাবে। তারা কৃষকদের আগাম ফসল ঘরে তুলে নেয়ার পরামর্শ দিয়েছেন। বাগেরহাট ॥ বাগেরহাটে অধিকাংশ বোরো ধান কাটা হলেও এখনও ৩০ শতাংশ ধান জমিতে রয়েছে। এ অবস্থায় বৃষ্টির কারণে জমি থেকে বোরো ধান ঘরে তোলা নিয়ে চাষীরা সঙ্কটে পড়েছেন। অশনির প্রভাবে গত তিন দিন ধরে মাঝে মাঝে বৃষ্টির কারণে চাষীরা জমি থেকে ধান তুলতে পারছে না। চাহিদা অনুযায়ী কাজের লোক না পাওয়ায় তারা মহাবিপাকে পড়েছেন। দেড়মণ ধানের মূল্যেও প্রতিদিন একজন মজুর মিলছে না। আমতলী, বরগুনা ॥ গত তিনদিন ধরে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তিন দিনের বৃষ্টিতে উপকূলীয় অঞ্চল আমতলীর মাঠে পানি জমে বোরো ধান ও রবি ফসলের খেত তলিয়ে গেছে। বিপাকে পড়েছে উপজেলার অন্তত ৭ হাজার কৃষক। মাগুরা ॥ বুধবারও সারাদিন মাগুরায় মুসলধারে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে মাঠের পাকা ধান তলিয়ে গেছে। কৃষক বিপাকে পড়েছে। বৃষ্টিতে কাটা ধান বিচালী ভিজে গেছে। কৃষক পাকা ইরি বোরো ধান কেটে ঘরে তুলতে পারছে না।
×