ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে আড়াই একর জমি উদ্ধার

প্রকাশিত: ২১:১৫, ১২ মে ২০২২

গফরগাঁওয়ে আড়াই একর জমি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ রেলওয়ের উচ্ছেদ অভিযানে আড়াই একর জমি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গফরগাঁও স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিউল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন, রেলওয়ের কানুনগো ফুরকান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জিআরপি পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিউল্লাহ বলেন, গফরগাঁও রেলওয়ে স্টেশনে একসেস কন্ট্রোল চালু করতে মুজিববর্ষ উপলক্ষে এই বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
×