ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড রাগবি রেফারিজ কোর্স সমাপ্ত

প্রকাশিত: ২০:১৩, ১১ মে ২০২২

ওয়ার্ল্ড রাগবি রেফারিজ কোর্স সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ওয়ার্ল্ড রাগবির সহযোগিতায় আজ বুধবার ওয়ার্ল্ড রাগবি লেভেল-১ ম্যাচ অফিসিয়েট (রেফারিজ) কোর্স বিভিন্ন জেলা থেকে ১৯ প্রশিক্ষনার্থিদের নিয়ে ঢাকার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সফলভাবে সম্পন্ন হয়। আজকের প্রশিক্ষন কোর্স-এ ওয়ার্ল্ড রাগবি লেভেল-১ ম্যাচ অফিসিয়েট (রেফারিজ) কোর্স -২০২২ পরিচালনা করেন ওয়ার্ল্ড রাগবির ট্রেনার হংকং-এর ইউ লিও চুয়ান এবং সহযোগিতায় ছিলেন নাজমুস সাকিব শোভন (বাংলাদেশ)। আগামীকাল ওয়ার্ল্ড রাগবি স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোর্স-২০২২ শুরু হবে। কোর্সটি করাবেন ওয়ার্ল্ড রাগবি এডুকেটর মথিলাল (শ্রীলংকা)। উক্ত কোর্সটির কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।
×