ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা পজিটিভ সাকিব ॥ প্রথম টেস্টে খেলবেন না

প্রকাশিত: ২৩:২১, ১১ মে ২০২২

করোনা পজিটিভ সাকিব ॥ প্রথম টেস্টে খেলবেন না

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ সময় টেস্ট খেলেননি সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার অবশ্য অনেক আলোচনার জন্ম দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে আর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি। তবে গত মাসে তিনি ঘোষণা দেন, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন। কিন্তু এখন ১৫ মে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই খেলার সম্ভাবনা নেই সাকিবের। যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার ভোর রাতে দেশে ফেরার পর ২ দফা করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি। তাই করোনা প্রটোকল অনুসারে অন্তত ৫ দিন আইসোলেশনে থাকতে হবে তাকে। প্রথম টেস্ট শুরু হতে বাকিই আছে ৫ দিন। ১৫ মে হবে তার পরবর্তী করোনা টেস্ট। আপাতত নিজ বাসাতেই আইসোলেশন করছেন সাকিব। বিষয়গুলো জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ না খেলেই পরিবারের কয়েকজন অসুস্থ হওয়ায় দেশে ফেরেন সাকিব। পরে যুক্তরাষ্ট্র গিয়ে আবার ফেরেন প্রিমিয়ার লীগে (ডিপিএল) খেলার জন্য। ডিপিএল শেষ করে আবার যুক্তরাষ্ট্র ফিরে গিয়েছিলেন। সোমবার রাত শেষে (মঙ্গলবার ভোর রাতে) দেশে ফেরেন সাকিব লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে। সোমবার থেকে দলের অনুশীলন শুরু হলেও বাড়তি ২ দিনের ছুটি নিয়েছিলেন তিনি। দেশে ফেরার পর প্রথম করোনা টেস্টে পজিটিভ আসে তার ফল। এ কারণে দ্বিতীয় দফা করোনা টেস্ট করানো হয়। পুনরায় করোনা পজিটিভ হওয়ায় এখন নিজ বাসাতেই আইসোলেশনে আছেন সাকিব। মনজুর এ বিষয়ে বলেছেন, ‘মঙ্গলবার ভোর রাতে দেশে ফেরার পর প্রথম করোনা টেস্টে পজিটিভ হন সাকিব। এরপর আমরা দ্বিতীয় দফা টেস্ট করাই। তারপরেও পজিটিভ আসার কারণে আমরা তাকে আইসোলেশনে থাকতে হবে। বাড়িতেই সেটা করছেন তিনি। আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। সে অর্থে খেলার কোন সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রটোকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী করোনা টেস্টই হবে আগামী ১৫ তারিখ।’ অর্থাৎ চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না সাকিবের।
×