ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

প্রকাশিত: ২৩:১৮, ১১ মে ২০২২

ফতুল্লায় গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার রেললাইন এলাকায় গ্যাসের রাইজারের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজাধীর শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটায় অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- গৃহকর্তা আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী রোজিন বেগম (৩৮), তাদের দুই ছেলে রোহান (৯) ও রোমান (১৭)। ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আলম হোসেন জানান, মঙ্গলবার ভোরে আমাদের কাছে সংবাদ আসে ফতুল্লা পাইলট স্কুলের পশ্চিম পাশে রেললাইন এলাকায় একটি সেমিপাকা বাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের রাইজারে লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা একই পরিবারের চারজন দগ্ধ হন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে ঢাকা শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধ আনোয়ার হোসেনের বাড়িওয়ালা কাউসার আহেমদ বার্ন হাসপাতালে অবস্থান করে জানান, আনোয়ারের ৪০ শতাংশ, রোজিনার ১৪ শতাংশ, তার ছেলে রোহানের ৩৫ শতাংশ ও রোমানের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে রোমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, আগুনে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
×