ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গান কবিতায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন

প্রকাশিত: ২১:১০, ১১ মে ২০২২

গান কবিতায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন

স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ সঙ্গীতের মূর্চ্ছনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উদ্যাপন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, বগুড়া জেলা শাখা। জেলা পরিষদ মিলনায়তনে রবিবার সন্ধ্যায় ‘কবি প্রনাম’ শীর্ষক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানে মিলনায়তন ভর্তি দর্শক মুগ্ধ। পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় মঙ্গল প্রদীপ প্রজ্বালনে অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ ও সাহিত্যিক শাজাহান সাকিদার। সঙ্গে ছিলেন সংস্কৃতিজন মোস্তাফিজুর রহমান ফিজু, এবিএম জিয়াউল হক বাবলা, মাহমুদুস সোবাহান মিন্নু। শিল্পীরা গেয়ে ওঠেন ‘হে নতুন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’। কবিগুরুর প্রতি প্রনামে ‘চরণ ধরিতে দিও গো আমারে’ একক সঙ্গীতে পিনপতন নীরবতা নেমে আসে। এরপর বাচিক শিল্পী বিদ্যুত সরকারের কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা ‘বাঁশি’ আবৃত্তি দর্শক শ্রোতাকে বিমোহিত করে তোলে। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী পুষ্পা সরকার, ঋদ্ধি সরকার, রূপা, মৃত্তিকা, অর্ক, স্বস্তি প্রমুখ।
×