ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিষয় : বিজ্ঞান অধ্যায় : অষ্টম (মহাবিশ্ব) শ্যামল কুমার দত্ত

পঞ্চম শ্রেণির পড়ালেখা

প্রকাশিত: ০০:০৭, ১০ মে ২০২২

পঞ্চম শ্রেণির পড়ালেখা

সিনিয়র শিক্ষক (অব.) গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা ক) শূন্যস্থানগুলো পূরণ কর : ১। দিন-রাত সংঘটিত হয় পৃথিবীর - কারণে। ২। পৃথিবীর উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে -। ৩। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে প্রায় -। ৪। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় - মিনিট সময় লাগে। ৫। আহ্নিত গতির সময়কাল - ঘন্টা ৫৬ মিনিট। ৬। বার্ষিক গতির সময়কাল - দিন ৬ ঘণ্টা। ৭। পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব - কি.মি.। ৮। প্রতি গ্যালাক্সিতে গড়ে - নক্ষত্র রয়েছে। ৯। - সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। ১০। তুরাশ - যন্ত্রের সাহায্যে আকাশের তারা পর্যবেক্ষণ করে। ১১। পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকলে উত্তর গোলার্ধে সূর্য - কিরণ দেয়। ১২। নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতি - গতি। ১৩। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব -। ১৪। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় -। উত্তর : ১। আহ্নিকগতির ২। শীতকাল ৩। ১.৩ ৪। ৮.৫ ৫। ২৩ ৬। ৩৬৫ ৭। ৩,৮৪,৪০০ ৮। দশ সহ¯্র কোটি ৯। মহাকাশ ১০। দূরবীক্ষণ ১১। খাড়াভাবে ১২। আহ্নিক ১৩। ৩,৮৪,৪০০ কি.মি. ১৪। জ্যোতির্বিজ্ঞান খ) সঠিক উত্তরগুলো জেনে নেই : ১। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবীর এ ঘূর্ণনকে কী বলে? ক) আহ্নিক গতি খ) বার্ষিক গতি গ) দোলন গতি ঘ) কম্পন গতি উত্তর : খ) বার্ষিক গতি ২। পৃথিবী আপন কক্ষে ঘোরে, একবার ঘূর্ণনে পৃথিবীর কত সময় লাগে? ক) ২৪ ঘণ্টা খ) ৪২ ঘণ্টা গ) ৪৮ ঘন্টা ঘ)৬০ ঘন্টা উত্তর : ক) ২৪ ঘন্টা ৩। মহাবিশ্ব সম্পর্কে নিচের কোন ধারণাটি সঠিক? ক) স্থিতিশীল খ) আকার নির্দিষ্ট গ) সম্প্রসারণশীল ঘ) আকার সঙ্কোচনশীল উত্তর : গ) সম্প্রসারণশীল ৪। সৌরজগতের গ্রহ কয়টি? ক) ৭টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১০টি উত্তর : খ) ৮টি ৫। কোনটি সৌরজগতের বস্তু নয়? ক) পৃথিবী খ) ধুমকেতু গ) গ্যালাক্সি ঘ) চাঁদ উত্তর : গ) গ্যালাক্সি ৬। প্রতি সেকেন্ডে আলোর বেগ কত? ক) প্রায় ১০,০০০ কিমি খ) প্রায় ১৫,০০০০ কিমি গ) প্রায় ২৫০০০০ কিমি ঘ) প্রায় ৩,০০,০০০ কিমি উত্তর : ঘ) প্রায় ৩,০০,০০০ কিমি ৭। আমাদের নিকটতম নক্ষত্র কোনটি? ক) চাঁদ খ) সূর্য গ) পৃথিবী ঘ) নেপচুন উত্তর : খ) সূর্য ৮। নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে কী বলে? ক) বার্ষিক গতি খ) আহ্নিক গতি গ) ছায়াপথ ঘ) চলনগতি উত্তর : খ) আহ্নিক গতি ৯। পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে- ক) বুধ খ) চাঁদ গ) শুক্র ঘ) শনি উত্তর : খ) চাঁদ ১০। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? ক) ২৩ ঘণ্টা ৫৬ মিনিট খ) ২৩ ঘণ্টা ২৫ মিনিট গ) ২৪ ঘণ্টা ১০ মিনিট ঘ) ২৪ ঘন্টা ৫৬ মিনিট উত্তর : ক) ২৩ ঘন্টা ৫৬ মিনিট ১১। পৃথিবীতে দিন ও রাত্রি হয়, যখন- ক) পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরে খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে গ) চাঁদ নিজের অক্ষের ওপর ঘুরে ঘ) চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে উত্তর : ক) পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরে। ১২। ঋতুর পরিবর্তন হয় কোনটির জন্য? ক) আহ্নিক গতি খ) বার্ষিক গতি গ) সৌরজগত ঘ) মহাবিশ্ব উত্তর : খ) বার্ষিক গতি ১৩। পৃথিবীর বিভিন্ন জায়গায় দিন ও রাত্রি হয় কেন? ক) আহ্নিক গতির ফলে খ) বার্ষিক গতির ফলে গ) পৃথিবী গোলাকার বলে ঘ) পৃথিবী ধূসর বলে উত্তর : ক) আহ্নিক গতির ফলে ১৪। চাঁদ হলো পৃথিবীর একমাত্র- ক) গ্রহ খ) উপগ্রহ গ) নক্ষত্র ঘ) গ্যালাক্সি উত্তর : খ) উপগ্রহ গ) প্রশ্নগুলোর উত্তর জেনে নেই : ১) সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে? উত্তর : সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ মিনিট। ২) অক্ষ কী? উত্তর : অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। ৩) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার? উত্তর : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার ৩,৮৪,৪০০ কিমি। ৪) পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? উত্তর : পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের ২৮ দিন সময় লাগে। ৫) গ্যালাক্সি কাকে বলে? উত্তর : অনেকগুলো নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ তৈরি হয় তাকে গ্যালাক্সি বলে। ৬) মহাবিশ্ব কী? উত্তর : বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে গঠিত হয় মহাবিশ্ব। ৭) পৃথিবীর সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে কত সময় লাগে? উত্তর : পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় লাগে। ৮) সৌরজগতে কয়টি গ্রহ আছে? উত্তর : সৌরজগতের আটটি গ্রহ আছে। ৯) পৃথিবীর ২ ধরনের গতি কী কী? উত্তর : পৃথিবীর ২ ধরনের গতিগুলো হচ্ছে (র) আহ্নিক গতি (রর) বার্ষিক গতি ১০) আহ্নিক গতি কাকে বলে? উত্তর : নিজ অক্ষের ওপর পৃথিবীর লাটিমের মতো ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে। ১১) দিন এবং রাত কী কারণে হয়? উত্তর : পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। ১২) কক্ষপথ কী? উত্তর : কক্ষপথ হলো একটি নির্দিষ্ট পথ যাকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে। ১৪) বার্ষিক গতি কী? উত্তর : সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তন হলো বার্ষিক গতি।
×