ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় অন্যত্র হত ৩

নাটোরে ইউএনওর গাড়ির ধাক্কায় সাংবাদিক নিহত

প্রকাশিত: ২৩:০৬, ১০ মে ২০২২

নাটোরে ইউএনওর গাড়ির ধাক্কায় সাংবাদিক নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তার মধ্যে নাটোরের সিংড়ায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী গাড়ির ধাক্কায় স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় এক আদিবাসী এবং মুন্সীগঞ্জের ইমামগঞ্জে ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে বাইক চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। নাটোরের সিংড়ায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের ব্যবহৃত সরকারী গাড়ির ধাক্কায় স্থানীয় সাংবাদিক ও শিক্ষক সোহেল রানা (৩৪) নিহত হয়েছেন। ঘটনার সময় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী প্রভাষক মানসী দত্ত মৌমিতা ব্যক্তিগত কাজে ওই সরকারী গাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন তেল পা¤প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার মৃত আঃ জলিলের পুত্র। কর্মজীবনে তিনি আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এবং বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক দুরন্ত সংবাদ’ সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সহধমিণী মানসী দত্ত মৌমিতা সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্য দিনের মতো তাকে নিয়ে নলডাঙ্গা থেকে সিংড়ায় নিয়ে যাওয়ার পথে ইউএনওর ব্যবহৃত ওই গাড়ির (নাটোর-ঘ ১১-০০৩২) সঙ্গে সোহেল রানার ব্যবহৃত মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর পরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মানসী দত্ত মৌমিতা। সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, যোগদানের পর থেকে মৌমিতা ম্যাডাম তার স্বামীর ব্যবহৃত সরকারী গাড়িতেই কর্মস্থলে নিয়মিত যাওয়া-আসা করতেন। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, দুর্ঘটনার সময় তার সহধর্মিণী মৌমিতা গাড়িতে ছিলেন না। নলডাঙ্গা ছোট উপজেলা, সেখানে জ্বালানি সঙ্কট থাকায় তেল নিতে গাড়িটিকে সিংড়ায় পাঠানো হয়েছিল। চাটখিল, নোয়াখালী ॥ সোবহানপুরে রবিবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের (৩য় বর্ষের) ছাত্র মোস্তফা শাসছুদ্দিন তুষার (২৫) নিহত হয়েছেন। তিনি চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের নেহালী বাড়ির মোঃ সাদেক হোসেনের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা তার বন্ধু মোঃ হাসান গুরুতর আহত হয়। বিরামপুর, দিনাজপুর ॥ জয়নগর নামক স্থানে ট্রাকের ধাক্কায় বিমল মার্ডি (৩৬) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। তিনি জয়নগর গ্রামের সুধীর মার্ডির ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক নিহার রঞ্জন জানান, রবিবার দিবাগত রাত ১০টার দিকে বিরামপুর থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে বিমল আহত হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ ॥ নিমতলা-সিরাজদিখান সড়কের ইমামগঞ্জে সোমবার দুপুরে ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইক চালক মো. রিয়াদ খান (২৮) নিহত হয়েছেন। তিনি রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের আজমল খানের পুত্র। জামালপুর ॥ সরিষাবাড়ী উপজেলায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে সরিষাবাড়ী বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশন রেলপথের সরিষাবাড়ীর সাতপোয়া জামতলা মোড় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর পল্লীবিদ্যুত সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের মিটার টেস্টিং সুপারভাইজার মোঃ আলী হাসান (২৪)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মোনাকষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। নিহত অপরজন একই অফিসের ইলেকট্রিশিয়ান ও সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩৫)। স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে আলী হাসান ও সুলতান মাহমুদ তাদের কর্মস্থল সরিষাবাড়ী পল্লীবিদ্যুত অফিস থেকে মাঠপর্যায়ে কাজের জন্য একই মোটরসাইকেলে ডোয়াইল এলাকায় যাচ্ছিলেন। এ সময় তারা সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া জামতলা মোড়ের অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় সরিষাবাড়ী স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশনগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
×