ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাসরিন হক সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম

অষ্টম শ্রেণির বাংলা পত্র : দ্বিতীয় সন্ধি

প্রকাশিত: ২২:৪৮, ৯ মে ২০২২

অষ্টম শ্রেণির বাংলা পত্র : দ্বিতীয় সন্ধি

১। সন্ধি শব্দের অর্থ কী ? ক. চুক্তি খ. স্থান বিপর্যয় গ. মিলন ঘ. সমষ্টি উত্তর : গ. মিলন ২। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে? ক. ধ্বনি খ. বর্ণ গ. উপসর্গ ঘ. সন্ধি উত্তর : ঘ. সন্ধি ৩। সন্ধিতে ধ্বনির কয় ধরণের মিলন হয়? ক. দুই খ. চার গ. পাঁচ ঘ. ছয় উত্তর : খ. চার ৪। বাংলা সন্ধি কত প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ উত্তর : ক. দুই ৫। তৎসম সন্ধি কত প্রকার ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ উত্তর : খ. তিন ৬। নিচের কোনটি বাংলা শব্দের স্বরসন্ধি ক. নাত বৌ খ. আন্না গ. ছোড়দা ঘ. মিথ্যুক উত্তর : ঘ. মিথ্যুক ৭। আশাতীত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. আশা + তীত খ. আশা + অতীত গ. আশ + আতীত ঘ. আশ + অতীত উত্তর : ঘ. আশা + অতীত ৮। সন্ধির নিয়মানুসারে অ + অ মিলে কী হয়? ক. অ খ. আ গ. ই ঘ. এ উত্তর : খ. আ ৯। সন্ধির নিয়মানুসারে ই / ঈ + উ/ ঊ মিলে কি হয়। ক. ব / বী খ. ব / বা গ. য ( ্য ) ঘ. বে উত্তর : গ. য ( ্য ) ১০। জলাতঙ্ক এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. জল + তঙ্ক খ. জলা + আতঙ্ক গ. জল + আতঙ্ক ঘ. জলা + তঙ্ক উত্তর : গ. জল + আতঙ্ক ১১। পো + অন = পবন, এখানে সন্ধির কোন সূত্র অনুসরণ করা হয়েছে। ক. ও + অ = অব খ. ও + আ = অব গ. আ + অ = আ ঘ. ও + অন = অব উত্তর : ক. ও + অ = অব ১২। সুবন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. সু + বন্তু খ. সুব + অন্ত গ. সুপ্্ + অন্ত ঘ. সু + অন্ত উত্তর : গ. সুপ্্ + অন্ত ১৩। উচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. উ + ছেদ খ. উদ + ছেদ গ. উচ + ছেদ ঘ. উৎ + ছেদ উত্তর : ঘ. উৎ + ছেদ ১৪। সদা + এব এর সঠিক সন্ধি কোনটি? ক. সর্বদা খ. সর্বত্র গ. সদৈব ঘ. সবৈব। উত্তর : গ. সদৈব ১৫। বিসর্গ কয়ভাবে সাধিত হয়? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ উত্তর : ক. দুই ১৬। শব্দের শেষে স লোপ পেয়ে বিসর্গ (ঃ ) বসলে তাকে কী বলে? ক. স বিসর্গ খ. স এর বিসর্গ গ. বিসর্গের আগমন ঘ. স-জাত বিসর্গ উত্তর : ঘ. স-জাত বিসর্গ ১৭। সদ্যোজাত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. সদ ঃ + জাত খ. সদ্য ঃ + জাত গ. সদ্্ + জাত ঘ. সদ্য + জাত উত্তর : খ. সদ্য ঃ + জাত ১৮। কোন কোন ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না এর উদাহরণ নিচের কোনটি? ক. প্রাত + কাল . প্রাত ঃ + কাল গ. প্রাত + র্কাল ঘ. প্রাত ঃ + র্কল উত্তর : খ. প্রাত ঃ + কাল ১৯। বিসর্গ এর পর চ / ছ থাকলে বিসর্গের স্থলে কোনটি হয়? ক. শ খ. স গ. ষ ঘ. হ উত্তর : ক. শ ২০। অহরহ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. অহ + অহ খ. অহ ঃ + অহ ঃ গ. অহো ঃ + অহ ঘ. অহ ঃ + অহ উত্তর : ঘ. অহ ঃ + অহ
×