ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমাজকল্যাণমন্ত্রী হৃদরোগে আক্রান্ত ॥ হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২২:৩০, ৯ মে ২০২২

সমাজকল্যাণমন্ত্রী হৃদরোগে আক্রান্ত ॥ হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করে ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকরা তার এনজিওগ্রাম করার প্রস্তুতি নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে শনিবার রাতে বুকে ব্যথা অনুভব করা নুরুজ্জামান আহমেদকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে রবিবার দুপুরে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। নিজস্ব সংবাদদাতা, রংপুর ও লালমনিরহাট থেকে জানান, এর আগে শনিবার রাতে মন্ত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালে সমাজকল্যাণমন্ত্রী বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। এ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। রবিবার বেলা সোয়া ১টার দিকে তাকে হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে করে রংপুর সেনানিবাসে নেয়া হয়। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় রওনা করেন।
×