ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাবাজার ঘাটে ভোর থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড়

প্রকাশিত: ১২:৫৬, ৮ মে ২০২২

বাংলাবাজার ঘাটে ভোর থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড়

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ গতকাল পড়ন্ত বিকেলেও বাংলাবাজার ঘাটে মোটরসাইকেলের স্রোত দেখা গেছে। ৪নং ফেরিঘাট শুধু মোটরসাইকেল পার করার জন্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১জেলার মানুষ। গত বৃহস্পতিবার থেকে বাঁধভাঙ্গা পানির স্রোতের মতো মানুষ ছুটছেন রাজধানী অভিমুখে। মাত্র ৫টি ফেরি পারাপারে নিয়োজিত থাকায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। শনিবার বিকেলের দিকে একটি ডাম্ব ফেরি বাড়ানো হলেও তা পর্যাপ্ত নয় বলে যাত্রীদের অভিযোগ। বিগত দিনে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ১৮ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করলেও এবার ঈদের আগে ও পরে মাত্র ৫/৬টি ফেরি নিয়মিত পারাপার করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে ঈদ যাত্রা নির্বিঘ্ন হলেও এই নৌপথে মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। বাংলাবাজার ঘাট সুত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ রবিবার সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা বাংলাবাজার ঘাটে এস ভিড় করেন। সকালে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চ ও স্পীডবোট ছিল যাত্রীতে পরিপূর্ণ। লোডমার্ক অনুযায়ী লঞ্চগুলো যাত্রী পার করার নির্দেশ থাকলেও যাত্রীরা তা মানছে না। যাত্রী চাপ সামাল দিতে শনিবার বিকেল পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে খালি লঞ্চ বাংলাবাজার ঘাটে এসে অন্তত ৯০ট্রিপ দেয় শিমুলিয়ায়। একই কায়দায় অতিরিক্ত ২টিসহ ৮টি ফেরি ও অসংখ্য স্পীডবোটও শিমুলিয়ায় ট্রিপ দেয়। রোরো ফেরি এনায়েতপুরী, বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কেটাইপ ফেরি কুঞ্জলতা, ক্যামেলিয়াসহ মাত্র ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার করায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হলে একটি ডাম্ব ফেরি যোগ করে বিআইডব্লিউটিসি। ঘাট এলাকায় যানবাহনের পাশাপাশি হাজার হাজার মোটরসাইকেলের চাপ থাকায় ৪নং ঘাটটি শুধুমাত্র মোটরসাইকেল পার করার জন্য নির্ধারণ করা হয়। এদিন শুধুমাত্র মোটরসাইকেল নিয়েই শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ৬টি ট্রিপ দেয় ফেরি। পরিস্থিতি নিয়ন্ত্রনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, আনসারসহ একাধিক টিম দায়িত্ব পালন করছেন। বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, “ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। চাপ সামাল দিতে শিমুলিয়া ঘাট থেকে খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হচ্ছে। শনিবার বিকেলে একটি ডাম্ব ফেরি যোগ করা হয়েছে। যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের প্রচন্ড চাপ থাকায় একটি ঘাট শুধুমাত্র মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবহার করা হচ্ছে।” মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, “দুর্ঘটনা এড়াতে লঞ্চে যাত্রী নিয়ন্ত্রনে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে। আজকে প্রচন্ড চাপ সামাল দিতে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, আনসার, ফায়ার সার্ভিসসহ একাধিক টিম কাজ করছে।”
×