ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে ঝড় শিলাবৃষ্টি ॥ বোরো আবাদের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ২৩:৫৮, ২০ এপ্রিল ২০২২

শেরপুরে ঝড় শিলাবৃষ্টি ॥ বোরো আবাদের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও গরম হাওয়ায় বোরো আবাদ ও সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে জেলা সদরসহ ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পাশাপাশি একদিন আগে বয়ে যাওয়া প্রচ- গরম হাওয়ায় ওই ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এতে দেড় শতাধিক হেক্টর জমির চলতি বোরো আবাদ ও সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক পরিসংখ্যানে জানা যাচ্ছে। এ ছাড়া একই সময়ে ঝড় ও শিলাবৃষ্টিতে অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, একই কারণে জেলায় প্রায় সহস্রাধিক বোরো চাষী ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ধানবোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধান বোঝাই নৌকা ডুবির ৫ ঘণ্টা পরও নিখোঁজ শ্রমিক বিল্লাল (২৭) এর কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় তিতাস নদীতে নৌকাটি ধান নিয়ে ডুবে যায়। নিখোঁজ শ্রমিক বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সততা স্বীকার করেন।
×