ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় ঐক্যের সময় এখনই ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:৪০, ২০ এপ্রিল ২০২২

জাতীয় ঐক্যের সময় এখনই ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ার এখনই সময় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের স্বৈরাচার ও ফ্যাসিবাদকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণœ রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যেরই আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে গণফোরাম আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলুন শীর্ষক আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম। ইফতারে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (নুরুল আম্বিয়া), নাগরিক ঐক্য, বিকল্পধারাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। মির্জা ফখরুল বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সবার দায়িত্ব হচ্ছে একটা জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এই ফ্যাসিবাদীর হাত থেকে রক্ষা করা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়া। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করে জনগণের পার্লামেন্ট গঠন করা। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করি। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, জনগণ জানতে চায় কোন গোঁজামিল নয়, আমরা কী করতে চাই, কীভাবে করতে চাই তা পরিষ্কারভাবে বলতে হবে। আসলে আমরা মাঠে নামলে জনগণ মাঠে নামবে। সরকারকে পরাজিত করতে হবে ॥ স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা দেশকে আজ ধ্বংস করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিলীন করছে, তারাই আমাদের বড় শত্রু। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য আমাদের মধ্যে এখন জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। যারা গণতন্ত্র হত্যা করে, কথায় কথায় মানুষ গুম ও হত্যা করে সেই দানবীয় শক্তির সরকারকে পরাজিত করতে হবে। এজন্য আমাদের সর্বশক্তি নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমরা জাতীয় ঐক্য সৃষ্টির জন্য সকল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। আসুন আমরা গণতন্ত্র পুনঃরুদ্ধারের একমাত্র লক্ষ্য নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করি। তিনি মঙ্গলবার গাজীপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
×