ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যানজটে স্থবির ঢাকা

প্রকাশিত: ২৩:২৩, ২০ এপ্রিল ২০২২

যানজটে স্থবির ঢাকা

স্টাফ রিপোর্টার ॥ একদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ, অন্যদিকে ঈদের চাপে পড়ে তীব্র যানজটে রাজধানী ঢাকা ছিল অচল। নিউমার্কেটের যানজটের প্রভাব পড়ে গোটা মহানগরে। এতে লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। রোজা রেখে পায়ে হেঁটেই গন্তব্যে ফিরেন সাধারণ মানুষ। নিউমার্কেট ও বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়াও গোটা রাজধানীর মিরপুর, ফার্মগেট, এলিফ্যান্ট রোড, মগবাজার, মহাখালী, উত্তরা, সায়েদাবাদ ও গাবতলী এলাকায় যানবাহন চলাচলে স্থবিরতা দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দেখা গেছে এক জায়গায় আটকানো। যানজটের কারণ হিসেবে জানতে চাইলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মুখোমুখি অবস্থান, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের কারণে আশাপাশের সড়কে থাকা যানবাহন আটকে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো রাজধানীতে প্রভাব ফেলে। এ অবস্থায় কার্যত ঢাকা স্থবির হয়ে পড়ে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে দেখা যায়, বিশ মিনিটের পথ পার হতে সময় লেগেছে দুই ঘণ্টা। যেমন এয়ারপোর্ট থেকে বেলা একটায় রওনা দিয়ে বিকেল চারটায় পৌঁছতে হয়েছে মগবাজারে। আমিনবাজার থেকে বেলা বারটায় রওনা দিয়ে দুপুর দুটোয় পৌঁছাতে হয়েছে গুলিস্তান। নিউমার্কেট এলাকার পরিবর্তে বিকল্প রুটে যেতে হয়েছে পথচারীদের। দুপুরে ফার্মগেট তেজগাঁও ও মোহাম্মদপুরে গিয়ে দেখা যায় শত শত গাড়ি রাস্তায় আটকে আছে। নড়াচড়ার কোন খবর নেই। ট্রাফিক পুলিশও অসহায় হয়ে পড়ে। তাদের করার কিছুই ছিল না। তারপরও জানতে চাইলে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, কার্যত আজ ঢাকা স্থবির। কোন গতি নেই, সব পথ-গলি বন্ধ। ডাইভারশন করে গাড়ি যে ঘুরিয়ে দেব সে অবস্থাও নেই, পরিস্থিতি নাজুক। আমাদের চেষ্টার কমতি নেই। কিন্তু কোনভাবেই কোন উদ্যোগ বা চেষ্টা কাজে আসছে না। নিউমার্কেট, সায়েন্সল্যাবের রাস্তা বন্ধ। কাঁটাবনেও ঢাবি ছাত্ররা রাস্তা বন্ধ রেখেছেন। যানজট চলে গেছে আমিনবাজার পর্যন্ত। যদিও যান চলাচল স্বাভাবিক রাখতে সকালেই বিভিন্ন সড়কে ডাইভারশন দেয়া হয়েছে। সকালে শাহবাগ-এলিফ্যান্ট রোডের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে দুপুর নাগাদ সেটিও বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। সরজমিনে দেখা যায়, সকালে সায়েন্সল্যাব মোড়ে দেখা গেছে, জিগাতলা থেকে সায়েন্সল্যাব, ধানমন্ডি ৩২ থেকে সায়েন্সল্যাব, গ্রিনরোড থেকে সায়েন্সল্যাব এবং শাহবাগ থেকে সায়েন্সল্যাব আসার প্রতিটি সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ওই রাস্তায় চলাচল করা প্রতিটি গাড়িকে দীর্ঘ সময় নিয়ে রাস্তা পাড়ি দিতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পপুলার ও ল্যাবএইড হাসপাতালে আসা রোগীরা। সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত এবং নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত রাস্তাটি বন্ধ থাকায় নিউমার্কেট ট্রাফিক জোন ডাইভারশনের ব্যবস্থা করে। ডাইভারশনে সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত হয়ে আজিমপুরগামী গাড়িগুলোকে সায়েন্সল্যাব-কাঁটাবন-নিউমার্কেট থানা-পলাশী হয়ে আজিমপুর যেতে হয়। একইভাবে আজিমপুর থেকে গাড়িগুলোকে বের হতে হয়েছে। পুলিশ জানিয়েছে, গত কদিন ধরেই এমনিতেই যানজট। তার ওপর মঙ্গলবার যোগ হয়েছে ঢাকা কলেজ ও নিউমার্কেটের ঘটনা। এতে সকাল থেকেই রাজধানীজুড়ে এই অচলাবস্থা দেখা দেয়।
×