ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীরবে রাজিব শাহ

প্রকাশিত: ২১:০২, ২০ এপ্রিল ২০২২

নীরবে রাজিব শাহ

সংস্কৃতি প্রতিবেদক ॥ কণ্ঠশিল্পী রাজিব শাহ। ফোক ধারার গানেই তাকে বেশি পাওয়া গেছে। তাঁর কণ্ঠে ‘বলো স্বরূপ’, ‘অনুরাগের বীণা’, ‘গোলপাতারই ঘর’, ‘নরকবাসী’, ও ‘ভালোবাসাবাসি’সহ অনেক গানই দারুণ জনপ্রিয় হয়েছে। নিয়মিত স্টেজ শোও করছেন। তবু এর পরেও কিছুটা আড়ালে থেকে গেছেন তিনি। এ নিয়ে আফসোস নিইে বলেও জানান এ কণ্ঠশিল্পী। রাজিব শাহ বলেন, সত্যি বলতে শ্রোতারা আমার গানের সঙ্গে যেভাবে পরিচিত সেভাবে আমি পরিচিত নই। নানা কারণে আমার সামনে আসা হয়ে ওঠেনি। নীরবেই আমি গান করছি। গানকে ভালবেসেই গানের সঙ্গেই আছি। এভাবেই গান করে যেতে চাই। বর্তমানে প্রায় সব শিল্পী বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে নিজের ইউটিউব চ্যানেলেও গান করছেন। এদিকে থেকে পিছিয়ে নেই ‘বলো স্বরূপ’খ্যাত গায়ক। তার নিজের নামেই ‘রাজিব শাহ মিউজিক ক্ল্যাব’ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের জন্য নিয়মিত গান করছেন। তিনি বলেন, আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য এর মধ্যে কিছু গান করেছি। ঈদেও আমার চ্যানেলে শ্রোতারা নতুন গান পাবে। বিশ্বের সব শিল্পী এখন নিজের ইউটিউব চ্যানেলকে প্রাধান্য দিচ্ছে। সেখানে আমাদেরও এগিয়ে যেতে হবে।
×