ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও নায়ক দুর্দান্ত ফর্মে থাকা ফরাসী ফরোয়ার্ড করিম বেঞ্জামা

আবার ফিরে আসার দুর্দান্ত গল্প রিয়ালের

প্রকাশিত: ০০:০৯, ১৯ এপ্রিল ২০২২

আবার ফিরে আসার দুর্দান্ত গল্প রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। দুই গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফিরিয়ে যোগ করা সময়ে গোল করে অসাধারণ জয় নিয়ে ফিরেছে গ্যালাক্টিকোরা। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার এ্যাওয়ে ম্যাচে দারুণ এই চিত্রনাট্য লিখেছেন কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। উত্তেজনাপূর্ণ ও ঘটনাবহুল ম্যাচে স্বাগতিক সেভিয়াকে ৩-২ গোলে হারিয়েছে সফরকারী রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২১ মিনিটে সাবেক বার্সা তারকা ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিটিচের ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে যায় সেভিয়া। রিয়ালকে হতাশ করে চার মিনিট পর এরিক লামেলা গোল করে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ায় অনেকেই মনে করেছিলেন হয়ত রিয়াল পয়েন্ট হারাতে যাচ্ছে! আর সেটা হলে শিরোপা লড়াই কিছুটা জমে উঠত। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫০ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রডরিগো সফরকারীদের হয়ে প্রথম গোল করেন। দিনকয়েক আগে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে চেলসির বিরুদ্ধে নির্ধারিত সময়ে গোল করে রিয়ালকে ম্যাচে ফিরিয়েছিলেন। পরে অতিরিক্ত সময়ে করিম বেঞ্জামার গোলে রিয়ালের সেমিফাইনাল নিশ্চিত হয়। ব্লুজদের বিরুদ্ধে ম্যাচেও প্রথমে তিন গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল। সেভিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচেও অনেকটা একই রকম চিত্র দেখা গেছে। রডরিগোর প্রথম গোলের পর ৮২ মিনিটে নাচো ফার্নান্দেজ লক্ষ্যভেদ করে রিয়ালকে সমতায় ফেরান। এরপর ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২ মিনিট) বেঞ্জামা গোল করে রিয়ালকে আরেকটি দুর্দান্ত জয় উপহার দেন। অবাক করা বিষয়, নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ১০ মিনিট অতিরিক্ত সময় খেলানো হয়। এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল। বর্তমানে ৩২ ম্যাচে ২৩ জয়, ৬ ড্র ও ৩ হারে রিয়ালের পয়েন্ট ৭৫। সোমবার রাতের আগে দুই ম্যাচ কম খেলা বার্সিলোনা ৬০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৩২টি করে ম্যাচ খেলা সেভিয়া ও এ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও সমান ৬০। তবে গোলগড়ে সেভিয়া তিন ও চারে আছে বর্তমান চ্যাম্পিয়ন এ্যাটলেটিকো। দিয়াগো সিমিওনের দল নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে এস্পানিওলকে। ২০২১ সালের নবেম্বরে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতেও সেভিয়ার বিরুদ্ধে শুরুতে গোল হজমের পর ঘুরে দাঁড়িয়ে জিতেছিল রিয়াল। ২-১ ব্যবধানের ওই জয়ে গোল দুটি করেছিলেন বেঞ্জামা ও ভিনিসিয়াস জুনিয়ার। এবারও গুরুত্বপূর্ণ সময়ে গোল করেছেন ফরাসী ফরোয়ার্ড। ঘরের মাঠে এবারের লীগে এই প্রথম হারের স্বাদ পেয়েছে সেভিয়া। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে সাত শট নিয়ে গোলের দুটিই লক্ষ্যে রাখতে পারে তারা। সেখানে প্রথমার্ধে মাত্র ৪ শট নিয়ে একটি লক্ষ্যে রাখা রিয়াল দ্বিতীয়ার্ধে শট নেয় ১১টি। যার পাঁচটি লক্ষ্যে এবং এ থেকে তিনটি খুঁজে পায় জালের ঠিকানা। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, এটা বলা কঠিন যে প্রথমার্ধে আমরা কেন এভাবে খেলেছি। দ্বিতীয়ার্ধে আবারও পূর্ণ উদ্যমে মাঠে ফিরে এসেছিলাম। অনেকেই রিয়ালের হোঁচট খাওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু আমরা তাদের সে আশা পূরণ করছি না। চালকের আসনে থেকে এমন হারে হতাশ সেভিয়া কোচ জুলেন লোপেটেগি।
×