ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্যতম আকর্ষণ সুইয়াটেক-রাদুকানু, দীর্ঘ বিরতির পর কোর্টে ফিরছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু

এবার নতুন মিশন স্টুটগার্ট

প্রকাশিত: ০০:০৮, ১৯ এপ্রিল ২০২২

এবার নতুন মিশন স্টুটগার্ট

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে শুরু হয়েছে স্টুটগার্ট ওপেন। এবার বসবে টুর্নামেন্টের ৪৫তম সংস্করণ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সারির খেলোয়াড়রা অংশ নিচ্ছেন ক্লে কোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে। রবিবার প্রকাশিত ড্র অনুযায়ী র‌্যাঙ্কিংয়ের টপ টেনের সাত তারকাই খেলছেন ২০২২ পোর্শে টেনিস গ্র্যা প্রিঁতে। সেই সঙ্গে টুর্নামেন্টের সাবেক চার চ্যাম্পিয়নও প্রতিনিধিত্ব করছেন মর্যাদার এই আসরে। তবে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ইগা সুইয়াটেক জার্মানির এই আসরের অন্যতম আকর্ষণ। র‌্যাঙ্কিকংয়ের এক নাম্বার স্থানটি দখলের পর এটাই হচ্ছে তার প্রথম একক টুর্নামেন্ট। দ্বিতীয় বাছাই হিসেবে এই টুর্নামেন্টের প্রতিনিধিত্ব করবেন স্প্যানিশ টেনিস তারকা পাওলা বাদোসা। তৃতীয় বাছাই হিসেবে খেলছেন বেলারুশ সুন্দরী এরিনা সাবালেঙ্কা। গত কয়েক মৌসুম ধরেই বিশ্ব টেনিসে আলোচনার তুঙ্গে থাকা গ্রিসের মারিয়া সাক্কারি এবং এ্যানেট কোন্টাভেইট হলেন স্টুটগার্টের যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম বাছাই। শীর্ষ চার বাছাইকে প্রথম পর্বের ম্যাচ খেলতে হবে না। সরাসরি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে মিশন শুরু করবেন এই চার তারকা। স্টুটগার্টে এবারের আরেক আকর্ষণ এমা রাদুকানু। গত বছর ইউএস ওপেনের শিরোপা জিতেই বাজিমাত করেছিলেন তিনি। কিন্তু এরপর নিজেকে আর মেলে ধরতে পারেননি গ্রেট ব্রিটেনের এই তরুণী। এমনকি, সর্বশেষ বিলি জিন কিং কাপ থেকেও ছিটকে গেছে তার দেশ। প্রথম ম্যাচে রাদুকানু জয়ের স্বাদ পেলেও দ্বিতীয় ম্যাচেই হেরে যান। যে কারণে নবেম্বরে অনুষ্ঠিত মর্যাদার এই টুর্নামেন্টের পরের রাউন্ডের টিকেট কাটতে পারেনি রাদুকানুর দেশ। ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এমা রাদুকানু আজই কোর্টে নামবেন। যেখানে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার স্ট্রোম সান্ডার্স। অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী সান্ডার্স তার নামের পাশে কোন শিরোপা যোগ করতে পারেনি। বর্তমান র‌্যাঙ্কিংয়ের ১৫৬ নম্বরে অবস্থান তার। তার বিপক্ষে স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে ব্রিটিশ তরুণী এমা রাদুকানুকে। স্টুটগার্ট ওপেনের মাধ্যমে দীর্ঘ বিরতির পর কোর্টে ফিরছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। সর্বশেষ গত মৌসুমে ইন্ডিয়ান ওয়েলসের কোর্টে নেমেছিলেন কানাডিয়ান টেনিসের এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়। এরপর ইনজুরি ও অন্যান্য কারণে চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি তিনি। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মৌসুমের প্রথম কোন ইভেন্টে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ইউএস ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন। সেই সঙ্গে এই টুর্নামেন্টে অভিষেকও ঘটবে তার। স্টুটগার্টে ওয়াইল্ডকার্ড নিয়ে খেলবেন তিনি। কানাডিয়ান এই তারকার সঙ্গে ২০১৭ সালে স্টুটগার্ট ওপেনের শিরোপা জেতা লরা সিগেমুন্ড এবং জার্মানির তরুণ প্রতিভাবান খেলোয়াড় জুলে নাইমিয়ারও ওয়াইল্ডকার্ড নিয়ে প্রতিনিধিত্ব করবেন স্টুটগার্টে।
×