ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর শহররক্ষা বাঁধের মাটি লুট ॥ হুমকিতে বাঁধ

প্রকাশিত: ২১:১১, ১৯ এপ্রিল ২০২২

সৈয়দপুর শহররক্ষা বাঁধের মাটি লুট ॥ হুমকিতে বাঁধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলার খড়খড়িয়া নদীর শহররক্ষা বাঁধটির মাটি কেটে লোপাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাটির লোপাটের সময় বাঁধের ওপর দিয়ে চলানো হচ্ছে ট্রাক। এতে বাঁধটির ১৫ কিলোমিটার এলাকাজুড়ে কমপক্ষে অর্ধশতাধিক স্থানে ভাঙ্গনের ঝুঁকি পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমে বন্যার পানির স্রোতে ওই বাঁধের কোথাও ভাঙ্গন দেখা দিলে মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কা করা। শহরের কুন্দল এলাকার বাসিন্দা ও যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ বলেন, খড়খড়িয়া নদীর শহররক্ষা বাঁধটি টেকসই করতে হলে নদী সোজাকরণ করতে হবে। এ বিষয়ে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ওই বাঁধ টেকসই করার জন্য ডিপিপির প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। সঠিক সময়ে তা বাস্তবায়ন করা হবে। বাঁধের গোড়ার মাটি কেটে নেয়ার বিষয়ে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। এ ছাড়া বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে বর্ষার আগেই মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান পারভেজকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকা-ের জন্য তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
×