ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদে রঞ্জনের ‘কথার কথা’

প্রকাশিত: ২০:৫৫, ১৯ এপ্রিল ২০২২

ঈদে রঞ্জনের ‘কথার কথা’

সংস্কৃতি প্রতিবেদক ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রবাল চৌধুরীর কনিষ্ঠ পুত্র রঞ্জন চৌধুরী। একাধারে একজন খেলোয়াড়, সঙ্গীতশিল্পী ও পেশায় ডাক্তার। টেবিল টেনিসে পাঁচবার জাতীয় চ্যাম্পিয়ান। ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে শিল্পী রঞ্জন চৌধুরীর একক গান ‘কথার কথা’। গানটি লিখেছেন শাহীন আনোয়ার, সুর শিল্পীর নিজের। সঙ্গীতায়োজন করেছেন সব্যসাচী রণি। মিক্স ও মাস্টারিং কনক। শিল্পীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জধহলধহ রিঃয সবষড়ফরড়ঁং ংড়হমং থেকে গানটি প্রকাশ হবে ২৬ এপ্রিল। গানটি সম্পর্কে শিল্পী রঞ্জন চৌধুরী বলেন, এটি সেমি ক্লাসিক্যাল মেলোডিয়াস একটি গান। আমার বিশ্বাস আগের মতো শ্রোতারাই বিচার করবেন আমার এ গানের ভাল-মন্দ। এর আগে প্রকাশিত ‘এমন করে বোলোনা’, ‘ও চোখে দেখেছি’, ‘আছি অপেক্ষায়’, ‘ও আকাশ’, ‘আকাশ তলে তুমি আমি’, মধুলিকার সঙ্গে ‘এ মধুর আলাপন’, শুভ মিতার সঙ্গে ‘বলতো তুমি’ গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শাহীন আনোয়ার আমার পছন্দের গীতিকবিদের একজন, যার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম। প্রতিভাবান কম্পোজার সব্যসাচী রণি এতে সঙ্গীতায়োজনে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। উল্লেখ্য, রঞ্জন চৌধুরী টেবিল টেনিসে জাতীয় দলের অধিনায়ক ও মূল খেলোয়াড় থাকা অবস্থায় জাতীয় দল থেকে পাঁচ মাস আগে অবসর নেন। ক্রীড়া জগতে রঞ্জন মানস নামেই পরিচিত।
×