ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বোরোর বাম্পার ফলন

প্রকাশিত: ১৭:৪৯, ১৭ এপ্রিল ২০২২

বাগেরহাটে বোরোর বাম্পার ফলন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে লবনাক্ততা সত্বেও এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফসলের মাঠ সোনালি ধানে ভরে আছে। যা লক্ষ্যমাত্রার অধিক। ইতোমধ্যে পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষক। প্রাকৃতিক দুর্যোগের কথা চিন্তা করে ধান পাকলেই দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আজিজুর বলেন, সার ও লবন সহিষ্ণু উন্নত জাতের বীজ প্রনোদনা সহায়তা করায় উপকূলীয় এ জেলায় এবার ৫৯ হাজার ২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এটা লক্ষ্যের চেয়ে দুই হাজার ৮৬০ হেক্টর বেশি। এর মধ্যে ৮৬ শতাংশ উচ্চফলনশীল। মাঠের ধান ভাল অবস্থায় আছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষক বাম্পার ফসল পাবেন। দুর্যোগের কথা চিন্তা করে ৮০ শতাংশ ধান পেকে গেলে ঘরে তুলে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন না।’ মাঠপর্যায়ের কর্মকর্তারা নিবিড় পর্যবেক্ষণ ও কৃষকদের পরামর্শ দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। জেলার শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার পতিত জমিতেও এবার ভাল ফলন হয়েছে। আজ রবিবার সকালে সদর উপজেলার গোটাপাড়া, বিষ্ণুপুর, বেমরতা ইউনিয়নের বিভিন্ন মাঠে ঘুরে দেখা গেছে, যত দূর চোখ যায়, মাঠ ভরা ধান আর ধান। যার অধিকাংশ কাঁচাপাকা। এখানে মাঠে মাঠে ধান কাটা চলছে।
×