ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র ॥ প্রশিক্ষণ দেবে বিসিক

প্রকাশিত: ০০:১৭, ১৩ মার্চ ২০২২

টু ক রো খ ব র ॥ প্রশিক্ষণ দেবে বিসিক

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সম্ভাবনাময় ও বিদ্যমান শিল্পমালিক, শিল্প-কারখানায় নিয়োজিত কর্মকর্তা, ব্যবস্থাপক, আগ্রহী উদ্যোক্তা, ফ্রেশ গ্র্যাজুয়েট ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী ‘কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)। প্রশিক্ষণ কোর্সটি আগামী ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত চলবে। যারা শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে। সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার পাঁচশ টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য এক হাজার টাকা। কোর্সে অন্তর্ভুক্ত বিষয়সমূহ শিল্প ও উৎপাদন ব্যবস্থাপকের কার্যাবলী, পণ্যমান ও মান নিয়ন্ত্রণের গুরুত্ব, পণ্যের মান স্থিরকরণ ও নিশ্চিতকরণ, পণ্যমান নিয়ন্ত্রণ পদ্ধতি, আইএসও ৯০০১ : ২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) : কিউএমএস পরিচিতি, পণ্য ও পরিষেবায় কিউএমএসের প্রয়োগ, কিউএমএস সংশ্লিষ্ট অডিট, অডিট ডকুমেন্টস ও অডিট চেকলিস্ট, উৎপাদন প্রসেসে কিউএমএসএস বাস্তব প্রয়োগ, বিএসটিআইয়ের ভূমিকা, বাংলাদেশে শিল্পজাত পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই কর্তৃক প্রদত্ত সেবাসমূহ, উৎপাদনশীলতা উন্নয়নের কৌশল, কোয়ালিটি ম্যানেজমেন্ট টুলস এ্যান্ড টেকনিক, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট কেস স্টাডি। আগ্রহী উদ্যোক্তাদের আগামী ২০ মার্চ সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনপত্রসহ রেজিস্ট্রেশন করতে হবে। অর্থনীতি ডেস্ক
×