ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাঃ মুরাদ এখন নিজ এলাকায় একঘরে

প্রকাশিত: ২২:১৫, ১২ মার্চ ২০২২

ডাঃ মুরাদ এখন নিজ এলাকায় একঘরে

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ বিতর্কিত কর্মকান্ডে প্রতিমন্ত্রিত্ব হারিয়ে নিজ নির্বাচনী এলাকায় অনেকটা একঘরে অবস্থায় আছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করায় সরকারী সফর ছাড়া এলাকায় খুব একটা আসেন না। অনেকটা নীরবেই তিনি তার নির্বাচনী এলাকায় আসা-যাওয়া করে থাকেন। সরকারী সফরকে কেন্দ্র করে এলাকায় এলেও ক্ষমতার সেই আগের প্রভাবটা নেই। মাঝে মধ্যে এলাকায় এলেও নিজেকে ফের দলে ফেরার কৌশলী হয়ে নমনীয়ভাবে দুয়েকদিন অবস্থান করে ঢাকায় ফিরে যান বলে দলীয় একাধিক সূত্র এসব বিষয়ে নিশ্চিত করেছে। স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, সরিষাবাড়ী আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় বেশ জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন ডাঃ মুরাদ হাসান। তবে সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার দূরত্ব বেড়ে যায়। সম্প্রতি বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেয়ার কারণে প্রতিমন্ত্রিত্ব হারানোর পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর থেকে ডাঃ মুরাদ হাসানের সঙ্গে জেলা কিংবা উপজেলা পর্যায়ের শীর্ষ কোন নেতাদের তেমন কোন সম্পর্ক নেই বললেই চলে। কেবলমাত্র তার ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ হয় বলে জানা গেছে। ডাঃ মুরাদ হাসান সংসদ সদস্য পদে বহাল থাকায় শুধুমাত্র সরকারী অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। এ সব সরকারী অনুষ্ঠানগুলোতেও কেবলমাত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসউদ্দিন পাঠান ও পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন উপস্থিত থাকলেও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকে দেখা যায় না। স্থানীয়ভাবে আওয়ামী লীগের কোন অনুষ্ঠানে ডাঃ মুরাদ হাসানকে দেখা না গেলেও শুধুমাত্র সরকারী অনুষ্ঠানে সাংসদ হিসেবে তিনি উপস্থিত থাকছেন। এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন মসজিদ, মাদ্রাসার উন্নয়নমূলক কাজে, সরকারী কোন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপনে, হত-দরিদ্রদের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান ইত্যাদি কর্মকান্ডে ডাঃ মুরাদ হাসানকে দেখা গেলেও তার সঙ্গে দলীয় কোন নেতৃবৃন্দকে দেখা যায় না। দলীয় কোন পদ না থাকায় স্থানীয় আওয়ামী লীগ দলের কোন কার্যক্রমে তার সঙ্গে কোন ধরনের সমন্বয় করেন না বলেও জানা যায়। এলাকায় ডাঃ মুরাদ হাসানের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নেয়াকে অনেকেই দলে পূর্বের অবস্থানে ফিরে আসার জন্য তার একটি কৌশল বলে মনে করছেন। বুধবার দুপুরে সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মুরাদ হাসান। এ সময় তিনি সরকারের নানা উন্নয়ন কর্মকন্ডের কথা তুলে ধরেন। এই অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন পাঠান ও পৌরমেয়র মনির উদ্দিন ছাড়া আর কোন দলীয় নেতাকে তার সঙ্গে দেখা যায়নি।
×