ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণখানে নিজ ঘরে আগুন দিল এক মানসিক প্রতিবন্ধী

প্রকাশিত: ০১:১৩, ২৯ জানুয়ারি ২০২২

দক্ষিণখানে নিজ ঘরে আগুন দিল এক মানসিক প্রতিবন্ধী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে একজন মানসিক প্রতিবন্ধী নিজের টিনশেড ঘরে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় সূত্রে ও পুলিশ জানায়, দক্ষিণখানের প্রতিবন্ধী রোডের আনল এলাকার টিনশেড ঘরটিতে একাই থাকতেন জাহিদুল ইসলাম বিপ্লব (৪২)। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বজনরা ওই এলাকায় কিছুটা দূরে থাকেন। আগুনের খবরে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্বজনরা ও স্থানীয়রা পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চাইলে জাহিদুল বাধা দেন। তখন তাকে বেঁধে রাখা হয়। জাহিদুলের ফুফাত ভাই শাকিল জানান, জাহিদুলের গ্রামের বাড়ি চাঁদপুর শাহরাস্তি। তার স্ত্রী-সন্তান বলতে কেউ নেই। আমি আর তার এক খালা তাকে দেখাশোনা করি। বোন, ভাগিনা-ভাগ্নি থাকলেও তারা কিছুটা দূরে থাকেন। জাহিদুলের মানসিক সমস্যা থাকায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হচ্ছিল। ওষুধ খেলে কিছুদিন ভালো থাকেন। আবার যেই সেই অবস্থা। শনিবার তাকে একটি হাসপাতালে ভর্তি করানোর লক্ষ্যে বৃহস্পতিবার কথা বলে আসছিলাম। এর ফাঁকে আজ (শুক্রবার) তিনি এ ঘটনা ঘটান। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান বলেন, জাহিদুল মানসিক প্রতিবন্ধী। আগুনে খাট, হাঁড়িপাতিল পুড়ে গেছে। এ ছাড়া তেমন কোন ক্ষতি হয়নি। একই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুজিনা আক্তার।
×