ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে ঘেরের পেটে খাল ॥ রাস্তা কেটে পানি নিষ্কাশন

প্রকাশিত: ০০:৪৭, ২৯ জানুয়ারি ২০২২

মোরেলগঞ্জে ঘেরের পেটে খাল ॥ রাস্তা কেটে পানি নিষ্কাশন

সংবাদদাতা, মোরেলগঞ্জ, বাগেরহাট ॥ বহরবুনিয়া ইউনিয়নে প্রভাবশালীদের মৎস্য ঘেরের পেটে সরকারী খাল। পলি পড়ে অনেকটাই মিশে গেছে জমির সঙ্গে। বেদখল হয়েছে বাঁধ দিয়ে খাল দখল করে মৎস্য চাষ, রাস্তা কেটে পাইপ ও কাঠের বাক্স বসিয়ে ঘেরের পানি করা হচ্ছে নিষ্কাশন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নেই কোন তদারকি ও নজরদারি। স্থানীয় ভুক্তভোগীদের দাবি বেদখলকৃত খালগুলোকে উন্মুক্ত করে দিয়ে এলাকায় একাধিক ফসল উৎপাদনের পরিবেশ সৃষ্টি করে গ্রামীণ অর্থনীতির চাকা সচল করার। ভুক্তভোগী শোনিরজোড় গ্রামের বাসিন্দা মোঃ ইব্রাহিম শেখ, রাজীব কাজী, আলামীন হাওলাদারসহ একাধিক ব্যক্তি জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তিন গ্রামের প্রায় ৬শ’ পরিবারের ভোগান্তির সীমা থাকে না। শিক্ষার্থীরা যেতে পারে না স্কুল, মাদ্রাসায়। তাদের রাস্তাঘাট না থাকার কারণে কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে উপজেলা শহরে চিকিৎসা নেয়ারও সুযোগ থাকে না। মৎস্য চাষ চাইনা, একাধিক ফসল চাষ চাই। খালগুলোকে উন্মুক্ত করে দিয়ে পানি চলাচল পরিবেশ সৃষ্টি করার দাবি জানান। সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম ফকির, আলামীন ফকির এ বিষয়ে বলেন, ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অবৈধভাবে রাস্তায় পাইপ নিষ্কাশনের অভিযান তারা শুরু করলেও অনেকে কর্ণপাত করছে না। কোন কোন ঘের মালিক বিভিন্ন প্রভাব খাটানোর চেষ্টা করছে। এ বিষয়ে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ জরুরী ভিত্তিতে প্রয়োজন বলে মনে করছেন তারা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ রিপন তালুকদার বলেন, যারা রাস্তা কেটে পাইপ বসিয়ে ঘেরের পানি নিষ্কাশন ও সরকারী খাল দখল করে মৎস্য চাষ করছে ইতোমধ্যে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে খালগুলোকে উন্মুক্ত করা ও মাছ না ছাড়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ওয়ার্ডগুলোতে পাইপ অপসারণের অভিযানও অব্যাহত রাখা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পলি পড়ে ভরাট হওয়া খালগুলো নতুন করে বিএডিসি কর্তৃক কাটানোর পরিকল্পনা রয়েছে। সরকারীভাবে কোন খাল ও জলাশয়ের লিজ দেয়া হয়নি। বেদখলকৃত খালগুলোকে উন্মুক্ত করার জন্য ইউনিয়ন চেয়ারম্যানদের বলা হয়েছে।
×