ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চবি সাংবাদিক সমিতির রজতজয়ন্তী উদ্যাপিত

প্রকাশিত: ০০:৪৩, ২৯ জানুয়ারি ২০২২

চবি সাংবাদিক সমিতির রজতজয়ন্তী উদ্যাপিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর যাত্রা শুরুর পর ২৫ বছর অতিক্রম করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতি। রজতজয়ন্তীর দিনটি এমনই সময় এলো, যখন দেশে করোনা মহামারী। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি উদ্যাপন করেছে বিশ^বিদ্যালয় সাংবাদিকদের এই সংগঠন। শুক্রবার ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, স্মৃতিচারণ, ফানুস উড়ানো এবং পিঠা ও বারবিকিউ উৎসব। চবি উপাচার্য বলেন, এ সংগঠনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সাংবাদিকবৃন্দ লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে নিজেদের ভবিষ্যত যেমন তৈরি করার সুযোগ পাচ্ছে, তেমনি তাদের মেধা-মনন হচ্ছে সমৃদ্ধ। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম দেশ ও জাতির সামনে তুলে ধরে সঠিক তথ্য দেশবাসীকে জানাতে সক্ষম হচ্ছে। চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ শহীদুল হক। সমিতির সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, সাবেক সভাপতি শাহাব উদ্দিন নিপু ও চীফ হামিদ উল্লাহ।
×