ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরিকায় ফেরার লড়াই সাকিব মিরাজদের

প্রকাশিত: ০০:১৯, ২৯ জানুয়ারি ২০২২

সাগরিকায় ফেরার লড়াই সাকিব মিরাজদের

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ ঢাকা পর্বে চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ভাল যায়নি ফরচুন বরিশালের। সাকিব আল হাসানের নেতৃত্বে শক্তিশালী দল নিয়েও প্রথম ম্যাচ জেতা দলটি পরে টানা দুই ম্যাচ হেরেছে। উল্টো অভিজ্ঞতা ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে একঝাঁক তরুণে গড়া দলটি প্রথম ম্যাচ হারলেও পরে সবাইকে চমকে দিয়ে টানা ২ ম্যাচে জয় তুলে নেয়। তবে চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই খুলনা টাইগার্সের কাছে হেরে গেছে চট্টগ্রাম। আজ তাই সাকিব ও মিরাজের দল দুটির ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই লড়াইয়ে বেলা ১২টা ৩০ মিনিটে বরিশাল মুখোমুখি হবে খুলনার এবং চট্টগ্রাম নামবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সিলেট সানরাইজার্সের বিপক্ষে। দলগুলো পরস্পরের বিপক্ষে প্রথমবার নামবে। সিলেট শক্তিশালী মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মিরপুরে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বসী হয়ে ঢাকার বিপক্ষেই ফিরতি ম্যাচ খেলেছে চট্টগ্রাম পর্বে। ঢাকা পর্বের দুই ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন সৈকতের দলটির ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে তারা আর দ্বিতীয়টিতে জিতেছে ব্যাটিং সাফল্যে। সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটে এখন সেটি ধরে রেখেই আজ স্বাগতিক চট্টগ্রামকে হারাতে নামবে তারা। যদিও চট্টগ্রাম নিজেদের মাঠে প্রথম ম্যাচে নেমেই খুলনার কাছে হেরেছে, এবার তারা ঘুরে দাঁড়াতে চায় এ ম্যাচেই। আফিফ হোসেন রানে ফিরেছেন এটাই তাদের জন্য বড় পাওয়া। তবে শেষদিকে বেনি হাওয়েল ঝড় তুলতে না পারার কারণেই প্রথম ম্যাচে বেশি রান তুলতে পারেনি তারা। সেই ব্যাটিং ব্যর্থতা আজ কাটিয়ে উঠতে হবে তাদের। ঘরের মাঠে ৪ ম্যাচ খেলার যে সুবর্ণ সুযোগ তা কাজে লাগাতে হলে আজ থেকেই নিজেদের ফিরে পেতে হবে মিরাজদের। দিনের প্রথম ম্যাচে আজ বরিশাল ও খুলনা মুখোমুখি। চলতি আসরে সাকিব-মুশফিকুর রহিমের লড়াইটা প্রথম হবে এ ম্যাচ দিয়ে। অধিনায়ক হিসেবে সাকিবের অবশ্য ভাল যাচ্ছে না, তিনি টানা দুই ম্যাচে হার দেখেছেন। ক্যারিবীয় ব্যাটিং ত্রাস ক্রিস গেইল সেই দুটি ম্যাচেই খেলেছেন। আজ বোলিং শক্তিটাও বাড়িয়ে নামবে তারা যেহেতু আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমান যোগ দিয়েছেন। টি২০ ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা এ আফগান তারকা খেললে বোলিং শক্তি বাড়বে নিঃসন্দেহে দলটির। সেই সঙ্গে সাকিবের রানে ফেরাটা জরুরী।
×