ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপার খাল থেকে মৃত বাঘ উদ্ধার

প্রকাশিত: ২৩:০০, ২৯ জানুয়ারি ২০২২

রূপার খাল থেকে মৃত বাঘ উদ্ধার

সংবাদদাতা, শরণখোলা, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের দুবলারচরের রূপার খাল থেকে শুক্রবার বিকেলে ভাসমান অবস্থায় একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগের স্মার্ট টিমের সদস্যরা। আজ সকালে শরণখোলা রেঞ্জ সদরে বাঘটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে। বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত টহলকালে দুবলারচরের কাছে রূপার খালে একটি মৃত বাঘ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে বনরক্ষীরা বাঘটিকে উদ্ধার করে দুবলারচরে নিয়ে যায়। উদ্ধার হওয়া বয়স্ক পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে বলে বনরক্ষীরা জানান। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বনরক্ষীরা সন্ধ্যায় দুবলারচর থেকে উদ্ধার হওয়া মৃত বাঘটিকে নিয়ে শরণখোলা রেঞ্জে সদরে রওয়ানা হয়েছে। আজ সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানার জন্য শরণখোলা রেঞ্জ সদরে বাঘের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
×