ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রামগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করে মাছ চাষ

প্রকাশিত: ২২:৫৮, ২৯ জানুয়ারি ২০২২

রামগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করে মাছ চাষ

সংবাদদাতা, রামগঞ্জ, লক্ষ্মীপুর ॥ সড়কের পাশে ব্যক্তিগত পুকুর বা জলাশয়ের পাড় মালিক পক্ষ সংরক্ষণ করে মাছ চাষ করার বিধান থাকলেও লক্ষ্মীপুরের রামগঞ্জে এ নিয়মনীতিকে তোয়াক্কা করছেন না মৎস্য চাষীরা। ফলে ভেঙ্গে যাচ্ছে গ্রামীণ সড়কগুলো, ব্যাহত হচ্ছে সরকারী উন্নয়ন। সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি না থাকায় দিন দিন তা আরও ব্যাপক আকার ধারণ করছে। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বার বার প্রতিকার চেয়েও কোন সাড়া পাচ্ছে না বলে অভিযোগ করেন। মঙ্গলবার প্রত্যক্ষদর্শী জানায়, টিওরী (এরশাদ হোসেন) সড়কের ভোলাকোট ইউনিয়নের শাকতলা গ্রামীণ টাওয়ারের পাশে কয়েকটি গাছসহ সড়কের অর্ধাংশ ভেঙ্গে গেছে। এ মৎস্য প্রজেক্টে মাছ চাষ করে ওই এলাকার জসিম নামে একজন মৎস্যচাষী। এভাবে বালুয়া চৌহমুনী-লামচর সড়কের দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার সংলগ্ন সড়কে, ভাটরা ইউনিয়নের রামগঞ্জ-ভাটরা সড়কের হীরাপুর, পাচরুখিসহ তিনটি স্থানে, আলীপুর-টিওরী সড়কের আথাকরা বাজারের পাশে, কাটাখালি-নোয়াগাও সড়কের নোয়াগাও বাজার মোড়ে, সমিতি বাজার মোড়ে, কাঞ্চনপুর ইউনিয়নের সিএ্যান্ডবি-হাজীরপাড়া সড়কের কাজী বাড়ির পাশে, নোয়াপাড়া-হোটাটিয়া সড়কের পাটোয়ারীর পাশে প্রায় অর্ধশতাধিক স্থানে সড়কের পাশে মাছ চাষ করার ফলে সড়কগুলো ভেঙ্গে গেছে। যান চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সময় মোবারক, মাসুদ আলম, কাদেরসহ অনেকে জানান, মৎস্যচাষীরা সড়কের পাশে পুকুর ও জমি লিজ নিয়ে মাছ চাষ করছে। মাছ চাষে সড়কের পাশে সারা বছর পানি থেকে এবং কিছু মাটি খেকো মাছ চাষ করার ফলে অল্প সময়ের মধ্যে সড়কগুলো ভেঙ্গে যায়, এতে যানবাহন ও মানুষ চলাচল করতে কষ্ট হচ্ছে। এ ব্যাপারে আমরা এলাকাবাসী কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এলজিইডি অফিসে অভিযোগ করি। তারা কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করছেন না। রামগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান বলেন, সরকারী পরিপত্রে আছে সড়কের পাশে মাছ চাষ করতে হলে কোন পুকুর, জলাশয় পাড় সংরক্ষণ মালিক পক্ষ করতে হবে। কিন্তু মানুষ এ নিয়মনীতি অমান্য করে মাছ চাষ করে আসছে। এতে রাস্তাগুলো অল্প সময়ের মধ্যে ভেঙ্গে সরকারের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়। আমি মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, এ ব্যাপারে অচিরেই মৎস্য অফিসারকে নিয়ে স্থানগুলো নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×