ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২২:৩৪, ২৯ জানুয়ারি ২০২২

শোক সংবাদ

ডাঃ আবদুল বারি নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ৬৯-এর গণ-আন্দোলনের অন্যতম নেতা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং চক্ষু চিকিৎসক ও ইতিহাস গবেষক ডাঃ আবদুল বারি (৭৭) বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। শুক্রবার সকালে তার মরদেহ শহরের থানতলীতে আনা হয়। বাদ জুমা পৌর কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে ওই কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা এবং সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
×