ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের ঘোষণা

শাবি শান্ত ॥ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রকাশিত: ২২:০৯, ২৯ জানুয়ারি ২০২২

শাবি শান্ত ॥ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়ায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নিজেদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সঙ্গে আলোচনায় বসতে চান শিক্ষার্থীরা। এজন্য শিক্ষামন্ত্রীকে শাবি ক্যাম্পাসে আমন্ত্রণ জানিয়েছেন তারা। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে রেখেছি। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও রোড পেইন্টিং কর্মসূচী হবে। আমরা আমাদের আন্দোলনের ভাষা পরিবর্তন করেছি। তবে দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চলবে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা গত ১৬ জানুয়ারি পুলিশের হামলায় আহত ও অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাগিব রাবেয়া হাসপাতালে যে বিল এসেছিল তা শিক্ষা মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে শেষ করা হয়েছে। পুলিশের স্পিন্টারে আহত সজল কু-কে চিকিৎসার জন্য ঢাকায় ব্যবস্থা করা হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীরা বলেন, সরকারের নির্দেশনায় শিক্ষামন্ত্রী আমাদের সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রী শাবিতে এসে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য আমাদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরাও আলোচনা করতে চাই। আমরা মন্ত্রীকে শাবিপ্রবিতে আসার আহ্বান জানাচ্ছি। আশা করি তিনি দ্রুতই আমাদের ক্যাম্পাসে এসে আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমাদের মূল দাবিসহ সকল দাবি পূরণ হবে এটাই প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাইমিনুল বাশার রাজ। সংবাদ সম্মেলনে রাজ বলেন, ইতোমধ্যে অসুস্থ এতজনকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, সরকারের নির্দেশনায় শিক্ষামন্ত্রী আমাদের মূল দাবিসহ অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রী তার বৃহস্পতিবারের প্রেস ব্রিফিংয়ে আমাদের দাবি ও বিভিন্ন সমস্যা প্রসঙ্গে আলোচনার জন্য শাবিতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও নিজেদের আমাদের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। এর মধ্যে শিক্ষার্থীরা তার সামনে উপস্থাপনের জন্য বেশকিছু সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। আমরা শাবি শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে আমাদের ক্যাম্পাসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষামন্ত্রী দ্রুতই ক্যাম্পাসে আসবেন এমন আশা করে রাজ বলেন, আমরা আশা করব তিনি দ্রুতই ক্যাম্পাসে এসে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। একই সঙ্গে আমরা এও আশা করছি যে, এরই মধ্যে আমাদের মূল দাবিসহ অন্যান্য ব্যাপারে যে সমস্ত আশ্বাস দেয়া হয়েছে সেগুলোও অতিসত্বর পূরণ করা হবে। উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন রাজ। তিনি বলেন, শুক্রবার রাতেও আমরা ক্যাম্পাসে মুক্ত আলোচনা করব। মুক্ত আলোচনার প্রস্তাবনাগুলো শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
×