ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৯:২০, ২৮ জানুয়ারি ২০২২

খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কলেজ গেইট এলাকার এলাকার সত্যধন কার্বারীপাড়ায় চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোন সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, ২৮ জানুয়ারি (শুক্রবার) দুপুরে উপজেলার কলেজ গেইট সংলগ্ন চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে সত্যধন কার্বারী পাড়া এলাকার বাসিন্দা সাধন চাকমার ছেলে পিভির চাকমা (৫) ও মেয়ে ধনিষ্ঠা চাকমা (১২) এবং একই এলাকার সুপন চাকমার মেয়ে জর্জরিত চাকমা (১২) নামের৩ শিশু পানিতে ডুবে যায়৷ পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এই খবরে পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন পানছড়ি থানার মো: ওসি আনচারুল করিম। তিনি জানান ঘটনাটি খুবই মর্মান্তিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও ওসি আনচারুল করিম সত্যধন পাড়াস্থ শিশুদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে সবাইকে সান্তনা প্রদান করেন।
×