ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর ও নিরিবিলি পরিবেশে চলছে ছোট পর্দার শিল্পীদের ভোট

প্রকাশিত: ১৭:১১, ২৮ জানুয়ারি ২০২২

উৎসবমুখর ও নিরিবিলি পরিবেশে চলছে ছোট পর্দার শিল্পীদের ভোট

স্টাফ রিপোর্টার ॥ শিল্পকলা একাডেমিতে একেবারে নিরিবিলি পরিবেশে চলছে টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। শিল্পকলা একাডেমির বাইরে থেকে টেরই পাওয়া যাবে না, এখানেও বিএফডিসি’র মতো চলছে একই ঘরানার আরেকটি নির্বাচন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ চলছে। আশা করছেন, দুপুরের পর থেকে ভোটার উপস্থিতির সংখ্যা দ্বিগুণ হবে। সংঘের হয়ে এবারের নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে লড়াই করছেন আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সহ-সভাপতি পদের তিনটি পদের জন্য লড়াই করছেন ৫ জন, আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম। দফতর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়াই করছেন তিন জন- আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল। এছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন আরও ২০ জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। এবার ভোটার সংখ্যা ৭৪৮।
×