ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশিত: ১৩:১১, ২৮ জানুয়ারি ২০২২

নীলফামারীতে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ উত্তরের জেলা নীলফামারীর ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল ৬টায় ডিমলা আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সৈয়দপুর বিমানবন্দর আহাওয়া অফিস সকাল ৬টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৮ডিগ্রী সেলসিয়াস।ডিমলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলতি শীতে জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে তাপমাত্রা কমায় কনকনে শীত ও হিমেল হাওয়া থাকলেও আকাশে ঝলমলে রোদ্র দেখা যাচ্ছে। কিন্তু রোদ্রের কোন তাপ ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বেশি দূর্ভোগে রয়েছেন অসহায়, দরিদ্র আর ছিন্নমূল মানুষ। হিমেল হাওয়া আর শীত উপেক্ষা করে বিভিন্ন কল-কারখানার শ্রমিক, মাঠে কাজ করা কৃষক কাজে যেতে পারছেন না। জেলা শহরের রিক্সা চালক আমিনুর (৫৫) জানালেন এমন ঠান্ডা আগত দেখোনি বাহে। হাত পা সব জমাট বাধি যায়ছে বাহে। কনকনে বাতাস শরীরত মৌমাছির মতো হুইল ফুটাছে। মরি যায়ছি বাহে। ডিমলা উপজেলার চরখড়িবাড়ি এলাকার ইসমাইল(৪৫) জানালেন বাহে আইজ মারত্বক ঠান্ডা। নদীর ধারত থাকায় না যাছে। মাইশালা আগুন জ্বালি তাপাছে। কম্বল লেপ কামে দেখেছেনা। নীলফামারী জেনারেল হাসপাতালসহ জেলার অন্যান্য পাঁচ উপজেলার হাসপাতাল সমূহে বৃদ্ধ ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। হাঁপানি, নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে।
×