ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে পাঁচটি ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ৬৪হাজার ৩’শ টাকা

প্রকাশিত: ১৩:০৮, ২৮ জানুয়ারি ২০২২

নীলফামারীতে পাঁচটি ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ৬৪হাজার ৩’শ টাকা

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ করোনা প্রতিরোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করায় নীলফামারীর ৬ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৪৭টি মামলায় ৬৪ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এতে দন্ডিত হয়েছেন ৫২ব্যক্তি। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ। তিনি জানান, সংক্রমণ রোগ আইন, সড়ক পরিবহন আইনে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যজিস্ট্রেটগণ। এতে পরিচালিত সদর উপজেলায় ১টি ভ্রাম্যমান আদালতে ২টি মামলায় ২জনের কাছ থেকে এক হাজার টাকা, ডিমলা উপজেলায় ২টি আদালতে ২৩টি মামলায় ২৩জনের কাছ থেকে ৪২০০ টাকা, ডোমার উপজেলায় ১টি আদালতে ১৩টি মামলায় ১৮জনের কাছ থেকে ৭১০০টাকা এবং কিশোরীগঞ্জে ১টি আদালতে ৯টি মামলায় ৯জনের কাছ থেকে ৫২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতের পাশাপাশি জনসাধারণের মাঝে ২৩০৫টি মাস্ক বিতরণ এবং ১০টি সচেতনতা মুলক কার্যক্রমে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এদিকে গত ২৪ ঘন্টায় নীলফামারী জেলার করোনার ১১৫ নমুনা টেস্টে পজেটিভ ৪৬ জন । সংক্রমন হার ৪০ শতাংশ।আক্রান্তদের মধ্যে জেলা সদর উপজলোয় ৮৭ নমুনায় ৩২ জন, সৈয়দপুর উপজেলায় ১৯ নমুনায় ১২ জন, ডোমার উপজেলায় ২ নমুনায় ১ জন ও কিশোরীগঞ্জ উপজলোয় ৪ নমুনায় ১ জন । জেলায় আজ শুক্রবা পর্যন্ত করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে ২৫৮ জন। এরমধ্যে ৪ জন জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ও বাকীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর।
×