ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসছে ‘মামা ভাগ্নে ৪২০’

প্রকাশিত: ০১:৫৬, ২৮ জানুয়ারি ২০২২

আসছে ‘মামা ভাগ্নে ৪২০’

স্টাফ রিপোর্টার ॥ নাটকের নাম ‘মামা ভাগ্নে ৪২০’। সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকটির গল্প লিখেছেন গোলাম সারোয়ার অনিক। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এসআর মজুমদার। নির্মাতা বলেন, এই শহরে নানা ধরনের মানুষ বাস করে। ডাক্তার, শিক্ষক, উকিল, ব্যবসায়ী। তবে এই গল্পের চরিত্রে এমন কেউ নেই। গল্পটা দুজন মামা-ভাগ্নের। আমাদের গল্পটি মামা জমসেদ ও ভাগ্নে মোকছেদকে নিয়ে। দুজন নানা পরিচয়ে নানা জায়গায় ছদ্মবেশ ধরে সবার সঙ্গে ঠকবাজি করে বেড়ায়। এরমধ্যে রয়েছে প্রেম ও পারিবারিক অসহায়ত্বের গল্পও। আমরা চেষ্টা করেছি মজার কিছু প্রতারণার গল্প দিয়ে একটি মানবিক নাটক নির্মাণ করতে। কারণ, দিনশেষে গল্পটি মানবিক। আশা করছি দেখে ভালো লাগবে সবার। মামা ফারুক আহমেদ আর ভাগ্নে জোভান। যাদের মূল পেশা মানুষের চোখে ধুলা দিয়ে আয় করা! এই যে প্রতারণার পথ বেছে নিয়েছে মামা-ভাগ্নে, তার পেছনেও রয়েছে গভীর এক অসহায়ত্বের গল্প। ফারুক আহমেদ-জোভান ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, শাহবাজ সানী, তনুশ্রী তন্নি প্রমুখ। প্রযোজক এসকে সাহেদ আলী জানান ‘মামা ভাগ্নে ৪২০’ উন্মুক্ত হচ্ছে শীঘ্রই সিএমভির ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রচারের কথা রয়েছে বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনে।
×