ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচ বছরে ২শ’ ২৮ এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে

প্রকাশিত: ০১:১০, ২৮ জানুয়ারি ২০২২

পাঁচ বছরে ২শ’ ২৮ এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে

সংসদ রিপোর্টার ॥ বিগত পাঁচ বছরে ২২৮টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, শর্ত লঙ্ঘনসহ নানা কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছে। বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোর অধীন নিবন্ধিত এনজিওর সংখ্যা বিদেশী ২৬০টি এবং দেশীয় ২ হাজার ২৬৬টিসহ মোট দুই হাজার ৫২৬টি।
×