ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ০০:১৩, ২৮ জানুয়ারি ২০২২

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ বীর মুক্তিযোদ্ধা, শেরপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস তালাপতুফ হোসেন মঞ্জু (৬৯) বৃহস্পতিবার সকালে শহরের সজবরখিলা মহল্লার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বাদ আছর শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মুক্তিযোদ্ধা বজলুল কাদের নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বীর মুক্তিযোদ্ধা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এসএম বজলুল কাদের শাহজাহান (৭৯) বুধবার রাতে সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মদনপুর শাহ সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে বাইশধার গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। শিক্ষক সফিকুল আলম নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী এবং ভোলা জেলার দৌলত খাঁ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল আলম বুধবার রাতে সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং কুমিল্লার দুলালপুর হাফিজিয়া এতিমখানা মাঠে বিকেলে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নূর জাহান বেগম স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন আকনের স্ত্রী নূর জাহান বেগম (৭০) বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে সরিকল গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
×