ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ০০:১৩, ২৮ জানুয়ারি ২০২২

এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রায় পাঁচ বছর আগে ৫ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে এসিডে ঝলসে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে এক যুবক। ওই মামলায় ধর্ষকের যাবজ্জীবনের সাজা হয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অধরা ছিল ধর্ষক উত্তম তালুকদার। এমনকি মামলা করায় নির্যাতন ও হামলার মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছিল ভুক্তভুগী স্কুলছাত্রীর বড় ভাইকে। অবশেষে সেই ধর্ষককে র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব জানিয়েছে, মোবাইল ব্যবহার না করায় তার অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না, দীর্ঘদিন ধরে ছিল আত্মগোপনে। বৃহস্পতিবার নগরীর পাহাড়তলীর রেলওয়ে কলোনী থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭। গ্রেফতার উত্তম তালুকদারের বাড়ি রাউজানে। ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশুকে এসিড মারার হুমকি দিয়ে ধর্ষণ করে উত্তম। এরপর শিশুটির পরিবারের সদস্যদের হত্যার ভয় দেখিয়ে কয়েকবার ধর্ষণ করে। এ বিষয়ে শিশুর বড় ভাই বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। ওই মামলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করে উত্তমকে। কিন্তু সে দীর্ঘদিন কক্সবাজারে আত্মগোপনে থাকে। ধর্ষক পরিবারের নির্যাতনে বাধ্য হয়ে দেশ ছেড়ে যায় নির্যাতিত শিশুর ভাই। তবে ২০১৮ সালে রায়ের পর আবার অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করে মামলার বাদী। কেননা মামলা পরবর্তী একবারও গ্রেফতারের মুখোমুখি হয়নি ধর্ষক। অবশেষে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে সিরিয়াল ধর্ষক উত্তমকে বৃহস্পতিবার গ্রেফতার করে।
×