ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কারের পর চকচকে চট্টগ্রামের সাগরিকা

প্রকাশিত: ০০:০৩, ২৮ জানুয়ারি ২০২২

সংস্কারের পর চকচকে চট্টগ্রামের সাগরিকা

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ গত নবেম্বরে দীর্ঘ সময় পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে। সফরকারী পাকিস্তান একটি টেস্ট খেলে। তাই দীর্ঘ সময় পর বন্দরনগরীর মানুষ মাঠে বসে খেলা উপভোগের সুযোগ পান। কিন্তু সবারই অভিযোগ ছিল গ্যালারির ভাঙ্গাচোরা সিট ও জীর্ণ দশা দেখে। সেই ধ্বংসস্তূপে বেশ কষ্টে বসেই খেলা দেখতে হয়েছে দর্শকদের। তবে এখন নতুন রূপে সেজেছে সাগরিকার এই মাঠ। রং-বেরঙের নতুন সাড়ে ১২ হাজার সিট বসানো হয়েছে। সৌন্দর্য বর্ধনে করা হয়েছে রং, চকচকে করা হয়েছে সর্বত্র। ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল জানান এটা আগেই সংস্কারের পরিকল্পনা ছিল। কিন্তু সৌন্দর্য বাড়লেও এই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা করোনা পরিস্থিতির কারণে। আজ থেকে এখানেই চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের ৮টি ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে। তাই ফজলে বারি বললেন, ‘সুন্দর করে সাজানোর পর আসলে আফসোসই হচ্ছে যে দর্শকরা এটাতে বসার সুযোগ পাচ্ছেন না। এখন স্টেডিয়ামে ১৮ হাজারের বেশি সিট আছে। পুরনো ভাল কিছু সিট রেখে, নতুন সাড়ে ১২ হাজার সিট বসানো হয়েছে।’ ২০১১ ওয়ানডে বিশ্বকাপের আগে এই স্টেডিয়ামের আধুনিকায়ন করা হয়। তখন গ্যালারির একপাশ দোতলা করে পুরো স্টেডিয়ামে দেশের বাইরে থেকে আসা প্লাস্টিকের চেয়ার বসানো হয়। ১০ বছরে সেই চেয়ারগুলোর হয়েছিল বেহাল দশা, অবশেষে বদলে গেছে সেই বিধ্বস্ত চেয়ারগুলো। তবে এবার দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ১ বছরের ওয়ারেন্টিতে নেয়া হয়েছে চেয়ারগুলো।
×