ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ৪

প্রকাশিত: ২৩:৩৮, ২৮ জানুয়ারি ২০২২

সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। তার মধ্যে গাজীপুরে ট্রাকচাপায় কারখানার শ্রমিক, নেত্রকোনায় পিকআপ-লরি সংঘর্ষে চালক, তেঁতুলিয়ায় পাথর শ্রমিক এবং বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুরে ট্রাকচাপায় কারখানার মোস্তফা মিয়া (৪৫) নামে এক মেকানিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মহানগরীর বাসন থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা নরসিংদীর রায়পুরা থানার আদিয়াবাদ এলাকার সাদেক আলী ওরফে সদু মিয়ার ছেলে। সে টেকনোপ্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় মেকানিক পদে চাকরি করতেন। স্থানীয়রা জানান, মোস্তফা মিয়া বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে সাভার থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর পৌঁছালে ব্রিজের পাশে জমে থাকা বালিতে স্লিপ করে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে একই দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নেত্রকোনা ॥ নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা এলাকায় পিকআপ ও লরির সংঘর্ষে ইরফান মিয়া (২৬) নামে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান মিয়া মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের আলম মিয়ার ছেলে। বগুড়া ॥ গাবতলি উপজেলার সুখানপুকুর ইউনিয়নের আশরাফুল হক গোল্লা (৪৮) নামে এক চেয়ারম্যান প্রার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা গেছে, বুধবার বিকেলে নির্বাচনী প্রচারের সময় নাড়ুয়ামালা ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। তিনি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী। এ ঘটনায় গাবতলি উপজেলা নির্বাচন কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য সুখানপুকুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
×