ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসি গঠন আইন করেও সরকারের শেষ রক্ষা হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:৩৭, ২৮ জানুয়ারি ২০২২

ইসি গঠন আইন করেও সরকারের শেষ রক্ষা হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন করেও সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ‘বাকশাল গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, সরকার পরিবর্তনের জন্য সঠিক সময়েই আন্দোলনের কর্মসূচী আসবে। এ জন্য প্রস্তুতি নিতে হবে। আন্দোলন সফল হবে বলে আমরা আশাবাদী হয়ে উঠেছি। কারণ, আমাদের জেলা ও বিভাগীয় সমাবেশগুলোতে যেভাবে জনগণ বেরিয়ে এসেছে এবং ভবিষ্যতেও বেরিয়ে আসবে বলে জানিয়েছে। সঠিক সময়ে সঠিকভাবে আমাদের কর্মসূচী নিয়ে এগিয়ে যেতে হবে যেন সরকার বাধ্য হয় বেরিয়ে যেতে। ফখরুল বলেন, দেশে আর কোন বাকশাল হতে দেয়া হবে না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আন্দোলন-সংগ্রাম করতে হবে। সবাইকে মনে রাখতে হবে বাকশাল তৈরি করাটা ছিল বাংলাদেশের আত্মাকে হত্যা করা, জাতির আত্মাকে হত্যা করার জন্য। কারণ, আমাদের জাতিসত্ত্বা সবসময় একটা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছে, আমরা একটা গণতান্ত্রিক সমাজে বাস করতে চেয়েছিলাম। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দলের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন, মীর নেওয়াজ আলী, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
×